ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার

Home Page » বিবিধ » ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার
সোমবার, ১০ জুন ২০১৩



বঙ্গ-নিউজ ডটকমঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লক্ষ্য করে রোববার রাতে ককটেল বিষ্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।সোমবার শিক্ষাভবন মোড় থেকে দোয়েল চত্ত্বর পর্যন্ত ট্রাইব্যুনালের সামনের রাস্তা বন্ধ করে দেয় পুলিশ।

ট্রাইব্যুনালের ভেতরের নিরাপত্তা ব্যবস্থা অন্যান্য দিনের মতো থাকলেও মূলগেট, মাজার গেট, শিশু একাডেমি সংলঘ্ন ট্রাইব্যুনাল গেটে সকাল থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

হরতাল শেষ না হওয়া পর্যন্ত এই নিরাপত্তা বহাল থাকবে বলে জানিয়েছে পুলিশ।

রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার ইমানুল হক বাংলানিউজকে জানান, রোববার ট্রাইব্যুনালের ফটকে ককটেল বিষ্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, রোববার জামায়াতের ৩ নেতার রায়কে কেন্দ্র করে জামায়াতের হরতালের কারণে ট্রাইব্যুনালের সামনের রাস্তা বন্ধ রাখা হয়েছে এবং হরতাল শেষ না হওয়া পর্যন্ত এই বাড়তি নিরাপত্তা বহাল থাকবে।

উল্লেখ্য রোববার রাত পৌনে ১০টার দিকে ট্রাইব্যুনাল এলাকার শিশু একাডেমি ফটকে (ট্রাইব্যুনালের প্রধান ফটক) ৩টি ককটেল নিক্ষেপ করা হয়। এতে একটি ককটেল বিস্ফোরিত হয় ও অপর দু’টি অবিস্ফোরিত থাকে। এর পরপরই শাহবাগ থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সানোয়ার হোসেনের নেতৃত্বে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা অবিস্ফোরিত ককটেল দুটি উদ্ধার করে। এ ঘটনার পর ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:৫৪   ৩৮৮ বার পঠিত  




বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ