রোহিঙ্গাদের দেখতে আসছেন জাতিসংঘের বিশেষ দূত প্রমীলা প্যাটেন

Home Page » আজকের সকল পত্রিকা » রোহিঙ্গাদের দেখতে আসছেন জাতিসংঘের বিশেষ দূত প্রমীলা প্যাটেন
শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭



 প্রমীলা প্যাটেন ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ মিয়ানমারের রাখাইনে অব্যাহত গণহত্যা ও সহিংসতায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে আসছেন জাতিসংঘ মহাসচিবের যৌন সহিংসতাবিষয়ক বিশেষ দূত প্রমীলা প্যাটেন।

যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনির সঙ্গে আলাপে তিনি এ কথা জানিয়েছেন। নভেম্বরের প্রথম সপ্তাহে তার বাংলাদেশে আসার কথা রয়েছে। খবর ইউএনবির।

ডা. দীপু মনি গত সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘের রাজনৈতিকবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জেফরি ডেভিড ফেল্টম্যান, প্রমীলা প্যাটেন এবং মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত ইয়াংহি লির সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে প্রমীলা প্যাটেন রোহিঙ্গা নারীদের ওপর মিয়ানমার সেনাদের ধর্ষণ ও নির্যাতনের ব্যাপারে অবহিত হতে বাংলাদেশে আসার কথা বলেন।

প্রমীলা প্যাটেন জানান, তিনি ঢাকায় এসে সেখান থেকে কক্সবাজার চলে যাবেন। কথা বলবেন নির্যাতিতা রোহিঙ্গা নারীদের সঙ্গে।

এর আগে প্যাটেন জানান, রাখাইনের নির্যাতন বিষয়ে তিনি ওয়াকিবহাল এবং সেখানে যে নারীদের গণধর্ষণ করা হচ্ছে, সে ব্যাপারেও তিনি শুনেছেন।

রোহিঙ্গা নারী নির্যাতনের বিষয়টি এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে। পালিয়ে আসা অসংখ্য নারীর বেশিরভাগই স্থানীয় ও মিয়ানমারের সেনাদের হাতে কোনো না কোনোভাবে যৌন হয়রানি কিংবা ধর্ষণের শিকার হয়েছেন।

জাতিসংঘের হিসাবে, মিয়ানমারের সেনা ও স্থানীয় রাখাইন বৌদ্ধদের অব্যাহত নির্যাতনে এখন পর্যন্ত পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা ছয় লাখেরও বেশি। বেসরকারি হিসাবে এ সংখ্যা আরও লাখ খানেক বেশি। এ ছাড়া আগে থেকেই চার লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারে থাকেন। এতে মোট রোহিঙ্গার সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।

বাংলাদেশ সময়: ৯:৫৫:১০   ৫৭৬ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ