তরুণ কবি হায়শান সাবিতের কবিতা “পথশিশু”

Home Page » মুক্তমত » তরুণ কবি হায়শান সাবিতের কবিতা “পথশিশু”
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭



“পথ শিশু”

–হায়শান সাবিত

ফাইল ছবি

তোমরা কি কখনো আকাশ দেখেছো?

আমি দেখেছি, রাতের আকাশ!
যে আকাশে শত শত তারা খেলা করে
আর চাঁদ পরিপূর্ণতা ছড়ায়-
আমি সে আকাশ দেখেছি।
খোলা আকাশের নিচে শুয়ে থেকে
আমি কথা বলি তার সাথে।
অভিমান যত তা শুধু তার সাথেই লেনদেন,
সে হাসে, কাঁদে,ভালোবাসে দূর থেকে শুধুই আমাকে।
পুরোটা আকাশ-ভুমি আমায় চেনে
প্রতিটি তারা,মেঘ,জোনাকি,ঘাস,শিশির সব!
সবাই আমাকে চেনে।
শুধু আমি নিজেই অপরিচিত নিজের কাছে।

তোমরা অন্ধকার ভয় পাও
আর আমি তার মাঝেই পথচলি।
সত্যি বলতে আমারও ভয় হয়
তবে অন্ধকার নয় সেতো শুধুই আলোকে।
আমি আলো ভয় পাই ভীষণ ভয় পাই,
যে আলোর প্রতিটি সকাল
আমায় তুলে ধরে তোমাদের কাছে “পথ শিশু” নামে,
যে আলো শত শত প্রশ্ন জাগায় আমার পরিচয় নিয়ে,
যে আলো আমায় ভালোবাসে না শুধুই যন্ত্রণা বাড়ায়
আমি সেই আলোকে ভয় পাই ভীষণ ভয় পাই।

আমিতো পথ শিশু নই শুধুই শিশু হতে চেয়ে ছিলাম,
আমিতো একটুকো আলোর খোঁজে এসেছিলাম
আমিতো পথ শিশু নই শুধু-
তোমাদের মতো করে একটুকো বাঁচতে চেয়ে ছিলাম।

তরুণ কবি হাইশান সাবিত

বাংলাদেশ সময়: ১৫:০৬:০৫   ২৮৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মুক্তমত’র আরও খবর


পাণ্ডুলিপি প্রকাশনের বাইশটি বছর : সোনালি অভিযাত্রায় স্বর্ণালি পালক মোঃ আব্দুল মুনিম জাহেদী (ক্যারল)
দেশ ছাড়ছেন, তবু রাশিয়ানরা সেনাবাহিনীতে যোগ দিচ্ছে না ?
স্বামীজীর শিকাগো গমন - দুর্গম ও নাটকীয় এক অভিযাত্রা: শেষ পর্ব- স্বপন কুমার চক্রবর্তী
স্বামীজীর শিকাগো গমন - দুর্গম ও নাটকীয় এক অভিযাত্রা: পর্ব-২: স্বপন চক্রবর্তী
স্বামীজীর শিকাগো গমন - দুর্গম ও নাটকীয় এক অভিযাত্রা -স্বপন চক্রবর্তী
১৫ হাজার রুশ সেনার মৃত্যু: উইলিয়াম বার্নস
প্রধানমন্ত্রী পুত্র-কন্যা সহ সেতু পারি দিয়ে গোপালগঞ্জ গেলেন
ঐতিহাসিক ৬ দফা ছিল বাঙালির মুক্তির সনদ: প্রধানমন্ত্রী
শনিবার দেশে আনা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরীর লাশ
জাতীয় কবি কাজী নজরুলের ১২৩তম জন্মবার্ষিকী

আর্কাইভ