বাংলাদেশ ক্রিকেটের তরুন তুর্কি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের জন্মদিন

Home Page » খেলা » বাংলাদেশ ক্রিকেটের তরুন তুর্কি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের জন্মদিন
বুধবার, ২৫ অক্টোবর ২০১৭



 ফাইল ছবি: বাংলাদেশ ক্রিকেটের তরুন তুর্কি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের আজ জন্মদিন

বঙ্গ-নিউজ: আজ বাংলাদেশ ক্রিকেটের তরুন তুর্কি ও সম্ভাবনাময়ী অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের জন্মদিন। ১৯৯৭ সালের ২৫ অক্টোবর খুলনায় জন্মগ্রহণ করেন তিনি, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। সেই সাথে প্রত্যাশা থাকবে একজন অলরাউন্ডার হিসেবে বিশ্ব ক্রিকেটে নিজেকে মেলে ধরবেন এবং দেশের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেবেন।
আন্তর্জাতিক ক্যারিয়ারে সে নিজেকে সাফল্যের সঙ্গে সামনে এগিয়ে নিচ্ছে।  অ-১৯ দলের সফল অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অনেক সম্ভাবনা নিয়ে চট্টগ্রামে ইংল্যান্ডের সাথে টেস্ট অভিষেক। অভিষেকেই আলোড়ন সৃষ্টি করেন মিরাজ। অভিষেক ইনিংসেই ৬ উইকেট শিকার করে ধসিয়ে দেন ইংল্যান্ডকে। ২য় টেস্টেই আরো দূর্দান্ত মিরাজ, ১ম ইনিংস ৬ উইকেট শিকারের পর ২য় ইনিংসেও ৬ উইকেট শিকার করে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন এবং ম্যাচসেরা হন।

তারপর সর্বশেষ আফ্রিকা সিরিজের ১ম টেস্ট পর্যন্ত ১০টি টেস্ট খেলে ইনিংসে ৬ ও ম্যাচে ১২ উইকেট বেস্টে ৪৩ উইকেট শিকার করেন, শুরুতে ব্যাট হাতে ভালো করতে না পারলেও ভারতের সাথে একমাত্র টেস্টে ফিফটি করে ব্যাটিং সামর্থ্যরে প্রমাণ দেন। ব্যাট হাতে ৫১ রান বেস্টে ২৮১ রান করেন।

৭টি ওয়ানডে খেলে ৫১ রান বেস্টে ৮৬ রান ও বল হাতে ২ উইকেট বেস্টে ৬ উইকেট শিকার করেন, ওয়ানডে বল হাতে তেমন সফলতা না পেলেও প্রত্যাশা থাকবে ওয়ানডেতেও সফল হবেন মিরাজ। ১টি টি২০ ম্যাচ খেলে কোন রান ও উইকেট শিকার করতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৭:৫৫:৩২   ৯৭৯ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ