বাংলাদেশের কোচ অ্যান্ড্রু ওর্ডের দৃষ্টিতে সেরা ফুটবলার লুইস সুয়ারেজ

Home Page » খেলা » বাংলাদেশের কোচ অ্যান্ড্রু ওর্ডের দৃষ্টিতে সেরা ফুটবলার লুইস সুয়ারেজ
মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭



ফাইল ছবি
২০১৬-১৭ মৌসুমে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফিফার সদস্য দেশগুলোর অধিনায়ক, কোচ ও একজন ফুটবল সাংবাদিক ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডে ভোট দেওয়ার সুযোগ পান। প্রতিবারের মতো ভোটের সেই তালিকা প্রকাশিত হয়েছে। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের একটা কৌতূহল থাকে, নিজেদের ভোট পড়েছে কার কার বাক্সে! সেই কৌতূহল মেটাতে গিয়ে একটু অবাকই সবাই। বাংলাদেশের অস্ট্রেলীয় কোচ অ্যান্ড্রু ওর্ডের দৃষ্টিতে সেরা ফুটবলার লুইস সুয়ারেজ!

কোচদের ভোটে সেরা ফুটবলার হওয়ার জন্য ৫, দ্বিতীয় সেরার জন্য ৩ ও তৃতীয় সেরার জন্য ১ পয়েন্ট করে দেওয়া হয়। ওর্ডের দৃষ্টিতে দ্বিতীয় ও তৃতীয় সেরা যথাক্রমে আঁতোয়ান গ্রিজম্যান ও জিয়ানলুইজি বুফন। অর্থাৎ, নির্বাচিত সেরা তিনের একজনকেও-মানে মেসি, রোনালদো ও নেইমারকে যোগ্য মনে হয়নি তাঁর। গেল মৌসুমে বার্সেলোনার হয়ে ৫১ ম্যাচে ৩৭ গোল আর ২০টি গোলে সহায়ক ভূমিকা ছিল সুয়ারেজের।

নতুন কোচ চমক রেখেছেন সেরা কোচের ভোটেও। নির্বাচিত সেরা কোচ জিনেদিন জিদানকেও ভোট দেননি ওর্ড। তাঁর দৃষ্টিতে সেরা কোচ চেলসির আন্তোনিও কন্তে। দ্বিতীয় ও তৃতীয় সেরা যথাক্রমে অ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়েগো সিমিওনে ও টটেনহামের মরিসিও পচেত্তিনো।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক কে, এটা প্রায় ভুলতেই বসেছে সবাই। কারণ, গত বছর অক্টোবরের পর জাতীয় ফুটবল দল আর মাঠে নামেনি। জাতীয় দলের সর্বশেষ ম্যাচে অধিনায়কত্ব করা মামুনুল ইসলামই ‘অধিনায়ক’ হিসেবে ভোট দিয়েছেন। তাঁর দৃষ্টিতে দুই সেরা ফুটবলার রোনালদো ও মেসিই। তৃতীয় স্থানে তিনি রেখেছেন জিয়ানলুইজি বুফনকে। মামুনুল সেরা কোচ হিসেবে ভোট দিয়েছেন যথাক্রমে জিনেদিন জিদান, জোয়াকিম লো ও আন্তোনিও কন্তেকে।

বাংলাদেশ সময়: ১৪:৩৭:৪৪   ১৭৫০ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ