স্বামী চুরি!

Home Page » এক্সক্লুসিভ » স্বামী চুরি!
সোমবার, ১০ জুন ২০১৩



57810_33.jpgবঙ্গ-নিউজ ডটকম ঃ ইসলাম গ্রহণ ও সোহেল আহমেদকে বিয়ে করার পর স্বামীর সঙ্গে প্রথমবার প্রকাশ্যে এলেন লরেন বুথ। তিনি আর কেউ নন, বৃটিশ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ারের সৎ বোন। এ জন্য তার দিকে সবার দৃষ্টি এখন বেশিই। তবে লরেন বুথের বিরুদ্ধে ঘোরতর অভিযোগ তুলেছেন সোহেলের প্রথম স্ত্রী ফাইজা। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়- বৃটেনের সাবেক ফার্স্টলেডি চেরি ব্লেয়ারের এ সৎবোনটি পরিবারের জন্য অশনি। নিত্য নতুন ঘটনার জন্ম দিয়ে আলোচনায় উঠে আসতে তার জুড়ি মেলাভার। ২০১০-এর অক্টোবরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলামে নারীদের প্রতি সম্মান প্রদর্শনের রীতিতে আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেন তিনি। এ বছরের শুরুতে ৪৫ বছর বয়সী লরেন মুসলিমপন্থায় সোহেল আহমেদ (৪৯)-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এদিকে সোহেল আহমেদের আগের স্ত্রী ফাইজা আহমেদ দাবি করছেন তাদের মধ্যে এখনও ডিভোর্স হয়নি। আলাদা বসবাস করলেও কার্যত তারা এখনও স্বামী-স্ত্রী। ফাইজা আহমেদ বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসে তাদের তিন সন্তানকে নিয়ে আছেন। ম্যানচেস্টার ছাড়ার পর থেকে তার ভাইয়ের কাছে টেক্সাসেই রয়েছেন তিনি। ফাইজা বললেন, ‘লরেন আমার সংসার ধ্বংস করে দিয়েছে। শুধুমাত্র হিজাব পরলেই ভাল মুসলিম নারী হওয়া যায় না। পুরুষদের সঙ্গে মেলামেশায় শালীনতার সীমা বজায় রাখতে হয় এবং অন্য নারীদের প্রতি ভালবাসা, সম্মান থাকতে হয়।’ গেল ফেব্রুয়ারিতে ডিভোর্স চাওয়ার জন্য ফাইজাকে ফোন করে সোহেল। তখনই ফাইজা জানতে পারে তার স্বামী লরেনকে গোপনে বিয়ে করেছে। ফাইজা আহমেদ অভিযোগ করেন, অতিথি হিসেবে বাসায় আমন্ত্রিত হয়ে এসে লরেন তার স্বামীকে চুরি করেছে। অশালীন ও অশোভন আচরণ করে লরেন তার নতুন ধর্মের প্রতি অসম্মান দেখিয়েছে বলে মন্তব্য করেন তিনি। শুধুমাত্র ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হলে সেটা বৃটেনে আইনসিদ্ধ নয়। সে সঙ্গে নবদম্পতিকে ইউকে রেজিস্টার অফিসে নিবন্ধন করতে হয়। এদিকে লরেন কিন্তু বেশ বহালতবিয়তেই সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। সমপ্রতি নর্থ লন্ডনের হ্যাম্পস্টেড গার্ডেনে স্বামীসহ লরেনকে দেখা যায়। আপাদমস্তক আবৃত পোশাকের ধরনকে বলা যায়, পশ্চিমা-মুসলিম সংস্কৃতির এক বুদ্ধিদীপ্ত মিশ্রণ। রৌদ্রকরোজ্জ্বল লন্ডনের রাস্তায় হাস্যোজ্জ্বল লরেনের পাশে সোহেলকে কিছুটা ম্লানই দেখা গেল। তার থেকে প্রায় একহাত লম্বা লরেনের সঙ্গে তাল-মিলিয়ে হাঁটতে কষ্ট হচ্ছিল হয়তো। লরেন তার আগের স্বামীর ঘরের ২ মেয়েকে নিয়ে হ্যাম্পস্টেড গার্ডেন এলাকাতেই থাকেন। যে অ্যাপার্টমেন্টে থাকেন সেটার দাম ৫ লাখ পাউন্ড। ফাইজা আহমেদের করা স্বামী চুরির অভিযোগ সোহেল অস্বীকার করেছেন। তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই লরেন বুথ কি প্রতিক্রিয়া ব্যক্ত করবেন সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ১২:৩২:০৭   ৫২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ