পাকিস্তানের নির্বাচন কমিশন ২৬১ সাংসদকে সাময়িক বরখাস্ত করেছে

Home Page » আজকের সকল পত্রিকা » পাকিস্তানের নির্বাচন কমিশন ২৬১ সাংসদকে সাময়িক বরখাস্ত করেছে
বুধবার, ১৮ অক্টোবর ২০১৭



 ফাইল ছবি পাকিস্তান পার্লামেন্ট

বঙ্গ-নিউজঃ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পদের বিবরণী দিতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানে ২৬১ আইনপ্রণেতাকে সাময়িক বরখাস্ত করেছে দেশটির নির্বাচন কমিশন। গত সোমবার তাঁদের বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়। তবে তাঁরা সম্পদের বিবরণী দাখিল করলে এই বরখাস্ত প্রত্যাহার করা হবে।

দেশটির গণপ্রতিনিধিত্ব আইন ৪২ (এ) অনুচ্ছেদের আওতায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে আইনপ্রণেতাদের সম্পদের বিবরণ দিতে বলা হয়েছিল। এই সময়ের মধ্যে যাঁরা তা দিতে ব্যর্থ হয়েছেন, তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, দেশটির পার্লামেন্টের ৭ জন সিনেটর, জাতীয় পরিষদের ৭১ এমএনএ, পাঞ্জাবের ৮৪, সিন্ধুর ৫০, খাইবার পাখতুনখাওয়ার ৩৮ ও বেলুচিস্তানের ১১ এমপির সদস্যপদ বাতিল করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। প্রজ্ঞাপন জারির পর থেকে তাঁদের বরখাস্ত কার্যকর হবে বলে জানিয়েছে ইসিপি।
এর আগে সম্পদের তথ্য গোপন করায় পাকিস্তানের সুপ্রিম কোর্ট গত জুলাইতে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করেছিলেন। পরে তিনি পদত্যাগ করেন। গত বছর কমিশনের কাছে সম্পদের তথ্য জমা দিতে না পারায় ৩৩৬ আইনপ্রণেতাকে বরখাস্ত করা হয়েছিল।
নির্বাচন কমিশনের নির্দেশের পর গতকাল মঙ্গলবার ৮৪ জন আইনপ্রণেতাকে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের অধিবেশনে বসতে বাধা দেওয়া হয়। তাঁদের মধ্যে ৭৪ জন নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) আইনপ্রণেতা। মন্ত্রী ইকবাল আহমাদ চানদার ও চৌধুরী শফিককেও প্রাদেশিক পরিষদের অধিবেশনে বসতে দেওয়া হয়নি। বাকি ১০ জন আইনপ্রণেতার মধ্যে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির ছয়জন, পাকিস্তান পিপলস পার্টির দুজন ও পাকিস্তান মুসলিম লীগ-জিয়ার দুজন।
এ পর্যন্ত পাকিস্তানের জাতীয় এবং প্রাদেশিক পরিষদের ৯০৫ জন আইনপ্রণেতা তাঁদের সম্পদের বিবরণ জমা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ৮:২৮:২১   ৫০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ