ব্লুমফন্টেইনে প্রস্তুতি ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

Home Page » এক্সক্লুসিভ » ব্লুমফন্টেইনে প্রস্তুতি ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭



ফাইল ছবি
বঙ্গ-নিউজঃ ব্লুমফন্টেইনে প্রস্তুতি ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

৫৪ বলে ৬টি চারের মারে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব।

আউট হওয়ার আগে ৬৮ রান সংগ্রহ করেন সাকিব। অপরদিকে তাকে দারুণ সঙ্গ দেন সাব্বির রহমান। সাব্বির অপরাজিত ৩৮ রানে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৯৬ রান। উইকেটে আছেন নাসির ও সাব্বির।

এর আগে দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। ৬৩ রানের মধ্যেই খুইয়েছে ৪ উইকেট। দলীয় ৬১ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার সৌম্য সরকার (৩) এবং ইমরুল কায়েস (২৭)। দুজনই ফ্র্যালিংকের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন।

তিন নম্বরে নেমে লিটন দাসও ৮ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। মুশফিক ২২ ও মাহমুদউল্লাহ ২১ রন সংগ্রহ করেন।
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। ম্যাশের উপস্থিতি পাল্টে দিয়েছে টাইগারদের থিতিয়ে পড়া মনোভাব। তবে ইমরুল-সৌম্য সেই প্রমাণ রাখতে পারলেন না।

ওয়ানডে সিরিজ শুরুর আগে ওপেনিং জুটি নিয়ে হয়তো এবার ভাবতে হবে টিম ম্যানেজম্যান্টকে। এ ছাড়া প্রস্তুতি ম্যাচে আছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান, অল-রাউন্ডার নাসির হোসেন, পেসার সাইফ উদ্দিনরা।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশকে নেতৃত্ব দিচ্ছেন জেপি ডুমিনি। দলে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স, এইডেন মার্করাম এবং স্পিনার কেশব মহারাজ।

বাংলাদেশ সময়: ১৭:০১:৪০   ৬৫৯ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ