যা অর্জন চোখের সামনে ধ্বংস করে দিচ্ছে হায়েনারা- মির্জা ফখরুল

Home Page » জাতীয় » যা অর্জন চোখের সামনে ধ্বংস করে দিচ্ছে হায়েনারা- মির্জা ফখরুল
বুধবার, ১১ অক্টোবর ২০১৭



 ফাইল ছবি

বঙ্গ-নিউজ: সরকার কারসাজি করে প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আজকে অত্যন্ত দুঃসময় পার করছি। বাংলাদেশের ইতিহাসে এত দুঃসময় আর কখনো আসেনি। আমাদের যা অর্জন চোখের সামনে ধ্বংস করে দিচ্ছে এই হায়েনারা।

সর্বশেষ বিচার বিভাগ ষোড়শ সংশোধনীর রায়ের পর সেটাকে ধ্বংসের জন্য উঠে পরে লেগেছ এই সরকার। তারই ধারাবাহিকতায় ষড়যন্ত্র করে প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

ঐতিহাসিক শহীদ জেহাদ দিবস’ ১৭ এবং ৯০ এর স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যুত্থানের বীর শহীদ নাজির উদ্দিন জিহাদের ২৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এ স্মরণ সভার আয়োজন করে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ নামের একটি সংগঠন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, প্রধান বিচারপতির দোষ একটাই তিনি আইনের শাসনের কথা বলেছেন, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে কথা বলেছেন।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, ওরা জানে, নিরপেক্ষ সরকারের অধীনে মানুষ যদি নিরপেক্ষভাবে ভোট দিতে চায়। তারা কখনো রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়। তারা ড্রিবলিং করে ফাকা মাঠে গোল দিতে চায়।

এখন সময় নীল নকশা নস্যাৎ করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আমি স্পষ্ট করে বলে দিতে চাই আমাদের কে নিজের পায়ে নিজেদেরকেই দাড়াতে হবে। আরো বিপদ আসবে। ভবিষ্যতে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একসাথে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, আমাদের আছে টা কি? বাংলাদেশের মানুষের গর্ব করার মত আছে একটা স্বাধীনতা, ভাষা আন্দোলন সেই অর্জন ধরে রাখতে চায়। কিন্তু এই সরকার সেটাকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করতে চায়। ১৯৭৫ সালে করেছে। মোড়কটা ভিন্ন কিন্তু এখন আবার ভিন্ন কায়দায় বাকশাল কায়েম করতে চায়।ফাইল ছবি

৯০ এর চেতনাকে পুজি করে আমাদের সামনের দিকে আগাতে হবে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আমার কোমরে যদি জোড় না থাকে, পায়ে যদি জোড় না থাকে তাহলে আমরা সোজা হয়ে দাঁড়াতে পারব না। কেউ এসে জনগনের অধিকার প্রতিষ্ঠা করে দেবে না, গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেবে না। আমাদেরকেই অধিকার আদায় করে নিতে হবে। সমস্যা চিহ্নিত করে আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। তরুণ সমাজকে একত্র করে সেই লক্ষে আমাদের কে পৌছাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এবং ডাকসুর এজিএস ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলমের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, যুগ্ম সম্পাদক খাইরুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, হেলেন জেরিন খান, প্রকাশনা, প্রচার সম্পাদক, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, বিষয়ক সম্পাদক হাবিবুর ইসলাম হাবিব, যুব দলের সভাপতি সাইফুল আলম নিরব, তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, সেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বাবু বারী, যুব দলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু প্রমুখ

বাংলাদেশ সময়: ৮:০৮:২৬   ৪৩৭ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ