ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি নিয়ে বিতর্ক জাবিতে

Home Page » আজকের সকল পত্রিকা » ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি নিয়ে বিতর্ক জাবিতে
সোমবার, ৯ অক্টোবর ২০১৭



ফাইল ছবিবঙ্গ-নিউজ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শিফট পদ্ধতিতে নেওয়া হচ্ছে। একই ইউনিটের পরীক্ষা একাধিক শিফটে নেওয়ায় বৈষম্যের শিকার হচ্ছেন ভর্তিচ্ছুরা।

ক্রটিপূর্ণ এ পদ্ধতিতে সঠিকভাবে মেধা মূল্যায়ন হচ্ছে না বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা এ পদ্ধতির পরিবর্তে একটি ইউনিটের পরীক্ষা একটি শিফটে নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

রোববার (৮ অক্টোবর) থেকে বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের ৯ দিনব্যাপী ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্যে দুদিন ধরে ‘এ’ ইউনিটে ৯টি শিফটে পরীক্ষা নেওয়া হচ্ছে। একইভাবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা দুই দিনে ১০টি শিফটে নেওয়া হবে। এছাড়া অন্যান্য ইউনিটগুলোর পরীক্ষা ৪ থেকে ৫টি শিফটে নেওয়া হবে।

এ পদ্ধতি এক ধরনের প্রশ্ন ফাঁসের নমান্তর বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, যদি একটি শিফটে প্রশ্ন থাকে কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কবে, প্রশ্নের ধরন যদি একই হয় তাহলে অন্য শিফটের প্রশ্ন থাকবে কাজী নজরুল ইসলামে মৃত্যুর তারিখ কবে। আর যদি প্রশ্নের ধরন ভিন্ন হয় তাহলে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য তৈরি করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে ভর্তি পরিচালনা কমিটির এক সদস্য জানান, গত বছর এমনও ঘটনার রেকর্ড রয়েছে যে, একটি শিফট থেকে ৭০-৭৫ শতাংশ চান্স পেয়েছে, আর বাকি ৪-৫ শিফট থেকে মাত্র ২৫-৩০ শতাংশ চান্স পেয়েছে।

২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, এ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ছয়টি শিফটে। এই অনুষদে ছেলেদের ২৭০টি আসনের বিপরীতে ২৭৩৯ জনের মেরিট লিস্ট এবং মেয়েদের ১৮০টি আসনের বিপরীতে ১৮২৩ জনের মেরিট লিস্ট প্রকাশ করা হয়।

ফলাফলে প্রথম শিফটে ৬০৩ জন ছাত্র ও ৫১৩ জন ছাত্রী এবং দ্বিতীয় শিফটে ৬২১ জন ছেলে ও ৫২৬ জন মেয়ে চান্স পায়। এই অনুষদেই চতুর্থ শিফটে ৬৭ জন ছেলে ও ৩১ জন মেয়ে চান্স পায়। যদিও প্রত্যেকটি শিফটে প্রায় একই সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৬:৪২:২৪   ৫১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ