অপহৃত বাবুর্চিকে উদ্ধার করেছে পুলিশ, নারীসহ চার অপহরণকারী গ্রেফতার

Home Page » জাতীয় » অপহৃত বাবুর্চিকে উদ্ধার করেছে পুলিশ, নারীসহ চার অপহরণকারী গ্রেফতার
রবিবার, ৮ অক্টোবর ২০১৭



ফাইল ছবিবঙ্গ-নিউজঃ সাভারে অপহৃত বাবুর্চি উদ্ধার, নারীসহ চার অপহরণকারী গ্রেফতার

সাভারে বিয়ের অনুষ্ঠানে রান্নার কথা বলে এক বাবুর্চিকে কৌশলে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় নারীসহ চার অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় অপহৃত বাবুর্চি আব্দুল গাফফারকে অপহরণকারীদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে।

রবিবার সাভারের দেওগাঁও এলাকার সাইদুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
অপহৃত আব্দুল গাফ্ফারের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায়। সে সাভারের নয়াবাড়ি এলাকায় পরিবারসহ বসবাস করে বাবুর্চি হিসেবে চুক্তিভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। এঘটনায় অপহৃতের পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানিয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত অপহরণকারীরা হলো- সাইদুর রহমান, মনির হোসেন, মামুন ও লাবনী। তারা সবাই দেওগাঁও এলাকায় বিভিন্ন বাসা বাড়িতে ভাড়া থাকে বলে প্রাথমিকভাবে জানা যায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদির বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গত শনিবার সন্ধ্যায় সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে গাফফার নামে এক বাবুর্চীকে বিয়ের অনুষ্ঠানে রান্নার কথা বলে কৌশলে অপহরণ করা হয়। পরে তার ছেলের মুঠোফোনে কল করে এক লাখ টাকা মুক্তিপণ দাবী করে অপহরণকারীরা। এঘটনায় থানায় মামলা দায়ের হলে অপহরণকারীদের ব্যবহৃত মুঠোফোনের সূত্র ধরে সাভারের দেওগাঁও এলাকায় অভিযান চালানো হয়। পরে সাইদুর রহমান নামে এক অপহরণকারীর বাসা থেকে অপহৃত গাফ্ফারকে উদ্ধার এবং নারীসহ চার অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৫৫:২৯   ৫২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ