গাজীপুরের কালিয়াকৈরে রোহিঙ্গা মা-ছেলে আটক

Home Page » জাতীয় » গাজীপুরের কালিয়াকৈরে রোহিঙ্গা মা-ছেলে আটক
শনিবার, ৭ অক্টোবর ২০১৭



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ গাজীপুরের কালিয়াকৈরে মিয়ানমার থেকে পালিয়ে আসা এক নারী (৩৮) ও তাঁর সাত বছরের এক শিশু ছেলেকে আটক করা হয়েছে। উপজেলার ভান্নারা পশ্চিমপাড়া এলাকা থেকে শনিবার দুপুরে পুলিশ তাদের আটক করে।

আটকের পর ওই নারী কোনো কথা বলছেন না। তবে শিশুটি জানায়, তারা সম্পর্কে মা-ছেলে। তার নাম আবদুল্লাহ ও তার মায়ের নাম বিথি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিমপাড়া এলাকায় একটি পুকুরের পাশে শনিবার সকালে মা-ছেলেকে দেখতে পান এলাকাবাসী। একপর্যায়ে শিশুটি আশপাশের ছোট ছেলেমেয়েদের সঙ্গে খেলতে যায়। এ সময় তার ভাষা শুনে সন্দেহ হলে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ি পুলিশ বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই মা-ছেলেকে আটক করে। এ সময় শিশুটি তার নাম আবদুল্লাহ এবং তার মায়ের নাম বিথি বলে জানায়। এ ছাড়া আর কিছু বলতে পারেনি সে। তবে তার মা কোনো কথা বলেননি।

ভান্নারা এলাকার বাসিন্দা আবদুল আলীম বলেন, ‘আমরা সকাল থেকে পুকুরের পাড়ে বসা অবস্থায় ওই নারী-শিশুকে দেখতে পাই। তারা পুকুরপাড়ে বসে রান্না করে খাওয়াদাওয়াও করেছে। প্রথমে পাগল বলে মনে হয়েছিল। কিন্তু ওই শিশুটি যখন এলাকার শিশুদের সঙ্গে খেলাধুলা করতে আসে, তখন তার ভাষা শুনে রোহিঙ্গা বলে মনে হয়।’

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ আলম বলেন, তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে যে তারা মিয়ানমারের রোহিঙ্গা। তাদের কালিয়াকৈর উপজেলা প্রশাসনের মাধ্যমে গাজীপুর জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। জেলা প্রশাসন যথাযথ প্রক্রিয়ায় তাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করবে।

বাংলাদেশ সময়: ১৯:২৯:০৬   ৫৯৭ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ