“বিয়ে করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই করবো” :একমাস ধরে জন্তর মন্তরে বসা শান্তি শর্মা

Home Page » এক্সক্লুসিভ » “বিয়ে করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই করবো” :একমাস ধরে জন্তর মন্তরে বসা শান্তি শর্মা
শনিবার, ৭ অক্টোবর ২০১৭



শান্তি

বঙ্গ-নিউজ: এক মাস ধরে পণ করে বসে আছেন ভারতের এক নারী। বিয়ে করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই করবেন বলে স্পষ্টই জানিয়ে দিয়েছেন তিনি।

গত ৮ সেপ্টেম্বর থেকে জয়পুরের মানমন্দির জন্তর মন্তরে বসে ওম শান্তি শর্মা নামের ৪০ বছর বয়সী ওই নারী অবস্থান কর্মসূচি পালন করছেন বলে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়।

রাজস্থানের জয়পুরের বাসিন্দা ডিভোর্সি শান্তির ২০ বছরে এক মেয়েও রয়েছে। তবে তারপরও প্রধানমন্ত্রীকে বিয়ের সিদ্ধান্তে অনড় তিনি।

ইন্ডিয়া টুডে বলছে, মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণই ঠিক আছেন ওই নারী। মোদি একা মানুষ এবং তার এখনও দেশের জন্য অনেক কিছু করার আছে মন্তব্য করে তার পাশে থাকতে চান বলেও জানান শান্তি।

শান্তি বলেন, আমার বিয়ে হয়েছিল। কিন্তু বেশি দিন সেই সম্পর্ক টেকেনি। তার পর থেকে বহু বছর আমি একা।

বিয়ের বহু প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন শুধুমাত্র মোদিকে বিয়ে করবেন বলেই অনেক বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানান তিনি।

শান্তি জানান, তিনি সিদ্ধান্ত নিয়েছেন মোদি যতক্ষণ না এসে তার সঙ্গে দেখা করবেন, তিনি ততক্ষণ এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

তিনি বলেন, মানুষ যখন এই কথা শোনেন, আমাকে উপহাস করে। কিন্তু তাদের একটা বার্তাই দিতে চাই,শুধু ভালবাসার টানেই নয়, মোদিজির প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। আর সে কারণেই আমার এই সিদ্ধান্ত।

শান্তির দাবি, তার সম্পত্তি বা টাকা-পয়সার কোনও অভাব নেই। ভবিষ্যত নিয়েও চিন্তিত নন।

তিনি বলেন, জয়পুরে প্রচুর জায়গা-জমি রয়েছে আমার। সে সব বিক্রি করে মোদিজির জন্য উপহার কেনার পরিকল্পনা করেছি। তবে মোদিজি যত ক্ষণ না আসবেন, জন্তর মন্তর থেকে আমি এক পা-ও নড়ব না।

জন্তর মন্তরে সাধারণ মানুষের জন্য তৈরি শৌচালয় ব্যবহার করছেন শান্তি। আর খাওয়া-দাওয়া করছেন কাছেরই গুরুদ্বারে।

বাংলাদেশ সময়: ১৫:০৬:৪১   ৪৫৪ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ