“জয়ে শুরু ইংল্যান্ডের”

Home Page » খেলা » “জয়ে শুরু ইংল্যান্ডের”
রবিবার, ৯ জুন ২০১৩



sports-sm20130608124735.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ  অ্যাশেজ সিরিজের আগে অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাসে কিছুটা হলেও ধাক্কা দিল ইংল্যান্ড। ইয়ান বেলের দারুণ ব্যাটের পর বোলারদের সৌজন্যে অসিদের বিপক্ষে ৪৮ রানে জিতে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করল তারা।ইংল্যান্ড: ২৬৯/৬ (৫০ ওভার)
অস্ট্রেলিয়া: ২২১/৯ (৫০ ওভার)
ফল: ইংল্যান্ড ৪৮ রানে জয়ী

টসে জিতে ব্যাট করতে নেমে ওপেনার বেলকে নিয়ে ভালো কোনো জুটি গড়তে পারেননি অধিনায়ক অ্যালিস্টার কুক (৩০)।

কুককে ফিরিয়ে ৫৭ রানের জুটি ভাঙেন অসি পেসার শেন ওয়াটসন। দ্বিতীয় উইকেটে জোনাথন ট্রটকে নিয়ে ১১১ রানের শক্ত জুটি গড়েন বেল। ৪৩ রানে সাজঘরে ফিরেন ট্রট। ৯১ রানের সেরা ইনিংস খেলে জেমস ফকনারের কাছে বোল্ড হন বেল।

এরপর দ্রুত আরও তিনটি উইকেট হারালেও রবি বোপারার হার না মানা ৪৬ রানে লড়াকু সংগ্রহ করে ইংল্যান্ড।

অসিদের পক্ষে দুটি করে উইকেট দখলে নেন ফকনার ও ক্লিন্ট ম্যাককে।

লক্ষ্যে নেমে বেশি সুবিধা করতে পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। জেমস এন্ডারসন ও টিম ব্রেসন্যানের বোলিং তোপের সামনে প্রতিরোধ গড়েছিলেন অধিনায়ক জর্জ বেইলি ও ফকনার। ৫৫ রানের সবচেয়ে বেশি ইনিংসটি বেইলির। ৫৪ রানে অপরাজিত ছিলেন ফকনার। অসিদের পক্ষে ফিল হিউজেস ৩০ ও ওয়াটসন ২৪ রান করেন।

এন্ডারসন একাই নিয়েছেন তিন উইকেট। দুটি পেয়েছেন ব্রেসন্যান। একটি করে উইকেট দখল করেছেন স্টুয়ার্ট ব্রড, জেমস ট্রেডওয়েল, জো রুট ও রবি বোপারা।

বাংলাদেশ সময়: ৮:৩৩:১৩   ৪৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ