আল-আমিন আহমেদ সালমান,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি,বঙ্গনিউজ ঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের নয়াবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সানোয়া ছাত্র ঐক্য পরিষদ কর্তৃক আজ বেলা বারোটার দিকে আয়োজিত এক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠাণ সম্পন্ন হয়েছে।এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর বিপি স্কুল এন্ড কলেজের প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক বসন্ত কুমার বিশ্বাস,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সুরঞ্জন সরকার এবং নয়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আলম।সংগঠনের সভাপতি বাপ্পি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাওর পাড়ের কৃতি সন্তান, বিশিষ্ট লেখক ও কবি জীবন কৃষ্ণ সরকার,বংশীকুন্ডা কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন,প্রভাষক আবুল খায়ের,খিদিরপুর সরকারি স.প্রা.বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান,সাংবাদিক আল-আমিন আহমেদ সালমান সহ এলাকার গন্য মান্য ব্যাক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ।সংগঠনের শিক্ষা ও গবেষণা সম্পাদক রুবেল ভৌমিকের সঞ্চালনে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী নাহিন আহমেদ তালহা ও পবিত্র গীতা থেকে পাঠ করেন শিক্ষার্থী ঐশীমনি সরকার।
তারপর সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসেন সংগঠনের সহসভাপতি সুজন সরকার।
প্রধান অতিথির বক্তৃতায় বসন্ত কুমার বিশ্বাস বলেন -”এখানেই(হাওর পাড়ে) প্রকৃত মানুষ রয়েছে।হতাশ হলে চলবেনা।”এসময় তিনি পরিবারকে প্রাথমিক শিক্ষার কেন্দ্র উল্লেখ করেন এবং এ ব্যাপারে মায়েদের অগ্রণী ভূমিকা পালনের কথা তুলে ধরেন।বিশেষ অথিতি সুরঞ্জন সরকার বলেন-” শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের অবশ্যই নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে নতুবা সকল শিক্ষা ভুলুন্ঠিত হয়ে যেতে পারে।এসময় তিনি প্রত্যেক বাবা-মাকে স্ব স্ব ধর্মের প্রার্থনা ও ধর্মাচরণ শেখানোর পরামর্শ দেন।বিশেষ অথিতি নূরুল আলম বলেন-”শিক্ষার্থীদের মানুষের মত মানুষ হিসেবে গড়তে হবে”।এ ব্যাপারে তিনি এলাকার সকলে সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠাণের অন্যতম আলোচক কবি জীবন কৃষ্ণ সরকার বলেন-”আমরা হাওর পারের মানুষ,হাওরই আমাদের গর্ব,এতে অবহেলার কিছু নেই।” এসময় শিক্ষার্থীদের উদ্যেশ্যে তিনি বলেন-”তোমাদের কৃতি সংবর্ধনা এজন্যই দেয়া হচ্ছে যেনো তোমরা আরো দ্বিগুন উৎসাহে জীবন যুদ্ধে নামতে পারো এবং বিজয় মাল্য চিনিয়ে আনতে পারো।এসময় তিনি “শ্রেষ্ঠ আমরাই হবো” এই মনোভাবটি অন্তরে বিশ্বাস রেখে শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়ালেখার নির্দেশ দেন।পরে তিনি উক্ত পরিষদ কে ভবিষ্যতে কৃতি শিক্ষার্থীর পাশাপাশি এলাকার নবীন লেখকদের কৃতি সাহিত্যিক পুরস্কার দেয়ার ও নৈতিক প্রস্তাব দেন।অনুষ্ঠানে আরো বক্তৃতা দেন প্রভাষক দেলোয়ার হোসেন,প্রভাষক আবুল খায়ের,খিদিরপুর স.প্রা.বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান,প্রাথমিক শিক্ষক খোকন সরকার,সাংবাদিক আল-আমিন আহমেদ সালমান,সহ- সাধারণ সম্পাদক রিজন সরকার,প্রমুখ।দিন ব্যাপী কর্মসূচীতে বংশীকুন্ডা কলেজ,বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়,লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়,নয়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন পাবলিক পরীক্ষায় এ+ সহ ভালো ফলাফলকৃত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট এবং জ্যামিতি বক্স তুলে দেয়া হয়।পরে শিক্ষার্থীদের মাঝে এক মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সমাপনী বক্তব্যে উক্ত অনুষ্ঠাণের সভাপতি ও পরিষদের সভাপতি বাপ্পি সরকার বলেন-”ইভটিজিং প্রতিরোধে তাঁর পরিষদ বদ্ধ পরিকর।এসময় বছর বছর এ ধরনের আরো ভালো অনুষ্ঠান উপহার দেয়ার জন্য এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগীদের একান্ত সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
বাংলাদেশ সময়: ১:৫০:৩৯ ৯৫৩ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News