এশিয়া কাপের সমাপনী অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Home Page » আজকের সকল পত্রিকা » এশিয়া কাপের সমাপনী অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সোমবার, ২ অক্টোবর ২০১৭



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ দীর্ঘ ৩২ বছর পর ঢাকায় বসতে যাচ্ছে এশিয়া কাপ হকির আসর। আগামী ১১ অক্টোবর শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতাকে ঘিরে এখন সাজ সাজ রব হকি ফেডারেশনে। উদ্বোধনী অনুষ্ঠান সাদামাটা হলেও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহ-সভাপতি শফিউল্লাহ আল মুনির বলেছেন, ‘সমাপনী অনুষ্ঠান জাঁকজমকভাবে করার ইচ্ছা আমাদের। ৪০-৪৫ মিনিটের অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অবশ্য আমরা কিছু করবো না। এশিয়ান হকি ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী, শুধু বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল।’

মওলানা ভাসানী হকি স্টেডিয়াম এখন ফ্লাডলাইটের আলোয় উজ্জ্বল। বসছে ইলেকট্রনিক স্কোরবোর্ডও। টুর্নামেন্ট কমিটির সম্পাদক ও ফেডারেশনের নির্বাহী সদস্য আ ন ম মামুনুর রশিদ জানিয়েছেন, ‘আমাদের প্রস্তুতি প্রায় শেষ। ইলেকট্রনিক স্কোরবোর্ড এসে পড়েছে, যা দুই-এক দিনের মধ্যেই বসানো হবে। এশিয়ান হকি ফেডারেশনের কর্মকর্তারা আসবেন ৬ অক্টোবর। ৮ অক্টোবর অতিথি দলগুলো আসা শুরু করবে।’

হকি স্টেডিয়ামের টার্ফে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক, সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার, খাজা রহমতউল্লাহ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা শাজাহান বসুনিয়া প্রমুখ।

আট দলের অংশগ্রহণে এশিয়া কাপে বাংলাদেশ খেলবে ‘এ’গ্রুপে। স্বাগতিক দলের তিন গ্রুপসঙ্গী ভারত, পাকিস্তান ও জাপান। ‘বি’গ্রুপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন আর ওমান।

১১ অক্টোবর উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ১৩ ও ১৫ অক্টোবর পরের দুই ম্যাচে স্বাগতিকরা খেলবে ভারত এবং জাপানের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ২১:০৪:১৩   ৪৮৬ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ