সেফাত উল্লাহ’ র কবিতা ‘দেবী’

Home Page » সাহিত্য » সেফাত উল্লাহ’ র কবিতা ‘দেবী’
রবিবার, ১ অক্টোবর ২০১৭



 প্রতিকী ছবি

কেন এসেছিলে ভাল বেসেছিল
লাগিয়ে গেলে মায়া
তোমায় কোথাও দেখিতে নাহি পাই
মানসপটে ভেস উঠে শুধু তোমার কায়া
একা ছিলাম ভাল ছিলাম
ছিলাম সুখে দুখে ভালবেসে চলে গেলে
আমায় ফেলে দুখে।
নির্বাসিত বিষন্নে ভরা ভাঙ্গা হৃদয়ে মোর
দূর করেছিলে তুমি ছন্নছাড়া জীবনের
তমানিশার ঘোর।
আমার শূন্য হৃদয় দাবানলের ন্যায় জ্বলে পুড়ে ছাঁই
তোমায় খুজে খুজে ক্লান্ত আমি
তোমার দেখা কোথাও নাহি পাই।
তোমা বিহনে আমি পাগল হয়ে যাই।
তুমি সত্যিই দেবী !
স্বর্গ থেকে মর্ত্যে তোমার আগমন
তুমি হরিছো আমার সকল হৃদয় মন।
তোমার ভালবাসার স্পর্শ পেয়ে
জীবন হয়েছে মোর ধন্য
আমি আজো বেঁচে আমি শুধু তোমারি প্রেমের জন্য।
তোমার প্রেমের স্পর্শ পেয়ে
জীবন আমার ষোলকলায় পরিপূর্ণ
তাইতো সদা উদ্গ্রীব থাকি
তোমার স্পর্শ পাবার জন্য।
তুমি আমায় বর দাও হে দেবী-
প্রেম আরো প্রেম
ভালবাসা আরো ভালবাসা স্বাধীনতা আরো স্বাধীনতা
যেন তব সাম্রাজ্যে যত্র তত্র নির্ভিঘ্নে ভ্রমিতে পারি সদা।

সেফাত উল্লাহ

বাংলাদেশ সময়: ১৭:২৫:২১   ১৮৯১ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ