“বাংলাদেশের একনিষ্ঠ এক ভক্তকে ট্যুইটারে জন্মদিনের উইশ করলেন সুপারস্টার জিৎ”

Home Page » ফিচার » “বাংলাদেশের একনিষ্ঠ এক ভক্তকে ট্যুইটারে জন্মদিনের উইশ করলেন সুপারস্টার জিৎ”
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭



একনিষ্ঠ ভক্ত লিয়ন ও সুপারস্টার জিৎওমর সানিঃ-বঙ্গ-নিউজঃ জিৎ মানেই অন্যরকম অনূভূতি,,জিৎ নামের পেছনে ভালবাসা,,বড়ত্ব,, ও সর্বদা জয় বিদ্যমান। জিৎ নামের জন্মটা যেন সর্বদা জেতার জন্যই। যে কখনো হারতে জানেনা,, হারাতে জানে। ভক্তের ভালবাসায় মুুুগ্ধ  সুপারস্টার জিৎ।

>>ওপার বাংলার সুপারস্টার, কোটি মানুষের এক প্রিয় মুখের নাম জিৎ। শুধু ওপার বাংলায় নয়,, বাংলাদেশেও সুপারস্টার জিৎ এর লাখো-কোটি ভক্ত বিদ্যমান।  সুপারস্টার এই হিরো কে ভালবেসে বাংলাদেশের বিভিন্ন জেলায় তার নামে ক্লাব  নির্মিত করেছেন তাঁর হার্ট থ্রব ভক্তরা।

বাংলাদেশের একনিষ্ঠ ভক্তদের মধ্যে “লিয়ন” নামের এক ভক্ত অন্যতম। তিনি পড়াশোনার পাশাপাশি মিডিয়াতেও ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন নাটক,,শর্ট ফিল্ম,, মিউজিক ভিডিওর মধ্যে।তার জীবনের এক অন্যতম লক্ষ্য মিডিয়াতে নিজেকে স্বয়ংসম্পূর্ন ভাবে প্রতিষ্ঠিত করা। তিনি তাঁর কাজের আইডল হিসেবে মেনে চলেন কোলকাতার সুপারস্টার হিরো জিৎ কে। যার প্রভাব রীতিমত বাংলাদেশেও ব্যাপকভাবে ছড়িয়ে গেছে।

আজকে ছিলো সুপারস্টার জিৎ এর  বাংলাদেশী একনিষ্ঠ ভক্ত লিয়নের জন্মদিন। আজকের এই শুভ দিনে সুপারস্টার হিরো জিৎ ট্যুইটারে উইশ করলেন তাঁর প্রিয় এই ভক্তকে।বাংলাদেশের একনিষ্ঠ এক ভক্তকে ট্যুইটারে জন্মদিনের উইশ করলেন সুপারস্টার জিৎ”

সুপারস্টার জিৎ এর থেকে পাওয়া জন্মদিনের এই উইশের কথা জানতে চাইলে তাঁর একনিষ্ঠ ভক্ত “লিয়ন” বলেন—– আসলেও অনুভূতি টা ব্যাখ্যা করার মত না। আমি এতটাই হ্যাপী যা কখনোই নিজ ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নাই।শুধু এইটুকু বলবো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের মধ্যে নিজেকেও একজন বলে মনে হচ্ছে। অনেক অনেক শ্রদ্ধা আমার মনের মন্দিরে বাস করা সুপারস্টার হিরো জিৎ বসের জন্য।অফুরন্ত ভালবাসি এবং আজীবন বেসেও যাবো ইনশাআল্লাহ।

বাংলাদেশ সময়: ২২:৫৩:৪৪   ১৬৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ