বেল্টের বকলেস ও হাতঘড়ির ভিতরে লুকানো স্বর্ণবার আটক করেছে শুল্ক গোয়েন্দা

Home Page » অর্থ ও বানিজ্য » বেল্টের বকলেস ও হাতঘড়ির ভিতরে লুকানো স্বর্ণবার আটক করেছে শুল্ক গোয়েন্দা
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭



আটককৃত  অলংকার

সামিউল,বঙ্গ-নিউজঃ গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা গতকাল সন্ধ্যা ৬:৩০ টায় শাহজালাল বিমান বন্দরে দুবাই থেকে আসা ফ্লাইট EK586 এর এক যাত্রীর কাছ থেকে বিশেষভাবে তৈরি ১টি সোনার বেল্ট বকলস, হাতঘড়ির ভিতরে ০৩টি সোনার বার এবং অতিরিক্ত আরও ১০০গ্রাম সোনার অলংকারসহ ১জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।

স্বর্ণ গলিয়ে বিশেষভাবে বেল্টের বকলস তৈরি করে এবং ঘড়ির ভিতরে ডায়ালের অংশে লুকানো অবস্থায় সোনার বার ০৩টি আনা হয়েছিল।

আটক যাত্রীর নাম মুহাম্মাদ মহিউদ্দিন (৩৪), পিতা: মকসেদুর রাহমান, ঠিকানা: ধুম সাদ্দা, ওয়ার্ড নং-০১,আফতাব বিবিরহাট, ফেনি সদর, ফেনি। পাসপোর্ট নাম্বার: BA0178583।

কোন প্রকার ব্যাগেজ ঘোষণা না দিয়ে দ্রুত গ্রিন চ্যানেল ত্যাগ করার সময় যাত্রীকে চ্যালেন্জ করা হয় ।তার কাছে কোন স্বর্ণবার আছে কিনা জিজ্ঞাসা করা হলে তিনি তীব্র প্রতিক্রিয়া দেখান। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তার পাসপোর্ট পরীক্ষায় দেখতে পান, এই ব্যক্তি চলতি বছরে ০৭ বার বিদেশ ভ্রমন করেছেন। জিজ্ঞাসাবাদে যাত্রী জানান তিনি একজন গাড়ি চালক।
পরবর্তীতে যাত্রীর শরীরে পরিধানকৃত বেল্টের বকলস ও হাতঘড়ি স্ক্যানিং করে এগুলোতে স্বর্ণের অস্তিত্ত্ব পাওয়া যায়।
পরে বিমানবন্দরের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে যাত্রীর সাথে থাকা এর ৩৪৭গ্রাম স্বর্ণ এবং অতিরিক্ত ১০০গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
স্বর্ণ পাচারের বিরুদ্ধে শুল্ক গোয়েন্দাদের চলমান নজরদারি এড়াতে এই কৌশল অবলম্বন করা হয়েছে মর্মে আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানান।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ৪৪৭গ্রাম। আটক স্বর্ণের বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা।

যাত্রী মুহাম্মাদ মহিউদ্দিনকে গ্রেফতার করে আজ রাতে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই আটকের ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৩৮:২৯   ১১৩৯ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ