যবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Home Page » শিক্ষাঙ্গন » যবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
রবিবার, ৯ জুন ২০১৩



josor-300x200.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেতন ও সেমিস্টার ফি কমানোর দাবিতে মিছিল সমাবেশ করছে শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা শনিবার সকাল থেকেই ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করে প্রশাসনিক ভবনের সামনে। বিক্ষোভ সমাবেশ থেকে ১৮ জুন পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা।

এদিকে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ১০ জুন সোমবার যবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সভা আহ্বান করেছে কর্তৃপক্ষ।

গত ২১ মে আন্দোলন শুরুর পর ২২ মে উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তারের সঙ্গে শিক্ষার্থীরা আলোচনা করেন। আলোচনায় উপাচার্য শিক্ষার্থীদের দাবির বিষয়টি রিজেন্ট বোর্ডের সভায় উপস্থাপনের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন। তবে শনিবার থেকে আবারও তারা আন্দোলনে নেমেছেন।

বিশ্ববিদ্যালয়ের এক সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে সোমবার যবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠত হবে। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সালাউদ্দিন আকবর উপস্থিত থাকবেন।

এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার জানান, আগের নির্ধারিত ফি কমানোর দাবি তুলেছে শিক্ষার্থীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে রিজেন্ট বোর্ডের সভা আহ্বান করা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। এ নিয়ে আন্দোলনের প্রয়োজন নেই বলে মনে করেন তিনি।

তিনি আরও জানান, যেহেতু ফি বৃদ্ধিই করা হয়নি, তাই আগের ফি কমানোর দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। আর মাস্টার্সের ভর্তি ফি নিয়ে শিক্ষার্থীদের আপত্তি থাকলে আলোচনার সুযোগ ছিল। কিন্তু আলোচনা না করেই আন্দোলনে নেমেছে তারা।

বাংলাদেশ সময়: ১:০৭:৪৬   ৫৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

শিক্ষাঙ্গন’র আরও খবর


মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
এ মাসেই হতে পারে এসএসসি’র ফল প্রকাশ
এইচএসসি বাংলায় সাম্প্রদায়িকতা: ৫ শিক্ষক চিহ্নিত
প্রায় ৪ বছর ভারপ্রাপ্ত থেকে পূর্নাঙ্গ প্রক্টর হলেন জাবির আ.স.ম ফিরোজ-উল-হাসান
কারিগরি বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত !
সারাদেশে ১২ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে রোববার

আর্কাইভ