জুয়ারির আঘাতে গ্রাম পুলিশ হাসপাতালে, আটক-১

Home Page » বিবিধ » জুয়ারির আঘাতে গ্রাম পুলিশ হাসপাতালে, আটক-১
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭



রেজাউল করিম মানিক

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি বঙ্গ-নিউজঃ  লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জুয়া খেলার আসরে অভিযান চালানোর সময় জুয়ারির আঘাতে রেজাউল করিম মানিক (৩৫) নামের এক গ্রাম পুলিশ গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি।
ঐ উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের এমপির খামার নামক এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় এরশাদ আলী নামে একজন জুয়ারিকে আটক করেছে পুলিশ। আটককৃত এরশাদ আলী উত্তর শিংগীমারী গ্রামের আফজাল হোসেনের পুত্র বলে জানা গেছে।
আহত গ্রাম পুলিশ রেজাউল করিম জানান, প্রতিদিনের ন্যায় ২২ সেপ্টেম্বর দুপুরে উপজেলার শিংগীমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর শিংগীমারী গ্রামে ইজমুল চোরের বাড়ির পিছনের বাঁশঝাড়ে জুয়া খেলার আসর বসে।
এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানা পুলিশের এস আই হাকিম, এস আই আব্দুল হালিম, এএসআই আতিক ও সিঙ্গিমারী ইউপির সকল গ্রাম পুলিশসহ জুয়া খেলার আসরে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সকল জুয়ারি পালিয়ে যায়। কিন্তু সে সময় ঐ এলাকার লুৎফর রহমানের ছেলে জুয়ারি রশিদুল ইসলাম (৩৫) কে আটক করে হাত কড়া পরান গ্রাম পুলিশ আজিজুল ইসলাম ও এস আই আব্দুল হালিম। এ সময় স্থানীয় শতাধিক নারী পুরুষ রশিদুল ইসলামকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে রশিদুল পুলিশের হাত থেকে পালিয়ে যায়।
জুয়ারি রশিদুলের পিছনে ধাওয়া করলে ঐ এলাকার ছকদ্দি চোরের ছেলে সাকিল (২৮) এসে অতর্কিত ভাবে হামলা চালায়। ঐ হামলায় সিঙ্গিমারী ইউনিয়নের দঃ গড্ডিমারী এলাকার বাবর আলীর ও ৪ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ রোজাউল করিম মানিকের চোখের নিচে ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার রেজি রেজিনং ১৩২৪৭/১১, বেড নং-০২।হাতীবান্ধা থানার ওসি শামীম হোসেন সরদার এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের ধরে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১:০৩:৩৪   ৬৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ