পৃথিবীর কোথাও এভাবে যুদ্ধাপরাধীদের বিচার হয়নি: আইনমন্ত্রী

Home Page » জাতীয় » পৃথিবীর কোথাও এভাবে যুদ্ধাপরাধীদের বিচার হয়নি: আইনমন্ত্রী
রবিবার, ৯ জুন ২০১৩



shafiq-ahamed-300x189.pngবঙ্গ- নিউজ ডটকমঃ আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে যেভাবে স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে পৃথিবীর কোথাও এভাবে যুদ্ধাপরাধীদের বিচার হয়নি।রাজধানীর মতিঝিলে একটি হোটেলে শনিবার বিকল্প বিরোধ নিষ্পত্তি আইন নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের এ পর্যন্ত ট্রাইব্যুনালের দেওয়া প্রতিটি রায়ে বিদেশিরা সন্তুষ্টি প্রকাশ করেছে। এ বিচারকাজ সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হচ্ছে। এ নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ নেই।

মৃত্যুদণ্ডের বিষয়ে শফিক আহমেদ বলেন, নির্বিচারে সাধারণ মানুষ ও বুদ্ধিজীবী হত্যাকারীদের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি। তছাড়া যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া দেশীয় আইনে হওয়ায় বিদেশি আইনজীবী নিয়োগেরও সুযোগ নেই।

আইনমন্ত্রী শফিক আহমেদ দেওয়ানি কার্যবিধি আইন সংশোধনের বিষয়ে বলেন, বাংলাদেশে ১৯০৮ সালে বৃটিশ প্রণীত বিরোধ নিষ্পত্তির যে আইনটি কার্যকর রয়েছে; তাতে বিরোধ নিষ্পত্তি করতে দীর্ঘ সময় লেগে যায়।

মন্ত্রী বলেন, এতে জনদুর্ভোগ বাড়ে। তাছাড়া দীর্ঘ সময় পর মামলার নিষ্পত্তি হলেও বিরোধটা থেকে যায়। তাই জনগণের দুর্ভোগ কমাতে এবং মামলার দীর্ঘসূত্রতা কমাতে আইনটিতে সংশোধন আনা হচ্ছে।

এক্ষেত্রে আইনজীবীদেরই বড় ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী।

ঢাকা জেলা ও দায়রা জজ আবদুল মজিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আইন ও বিচার সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১:০৪:৩৩   ৪১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ