ঘরে ঢুকেই সেনারা খোঁজে সুন্দরী মেয়েদের, টেনে হিঁচড়ে নিয়ে যায় জঙ্গলে

Home Page » জাতীয় » ঘরে ঢুকেই সেনারা খোঁজে সুন্দরী মেয়েদের, টেনে হিঁচড়ে নিয়ে যায় জঙ্গলে
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭



 ---

বঙ্গ-নিউজ: রাত নামলেই সেনাবাহিনীর সদস্যরা এসে দরজায় টোকা দেয়। ঘরের ভেতরে ঢুকেই তারা খোঁজে সুন্দরী মেয়েদের। পছন্দমতো কাউকে পেয়ে গেলে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় জঙ্গলে। এরপর গণধর্ষণ করে। কারো কপাল ভালো হলে গ্রামের রাস্তার পাশে অর্ধমৃত অবস্থায় তাকে ফেলে যায় তারা। অন্যদের মেরে ফেলা হয়। তাদের গলা কেটে হত্যা করা হয়। মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর নৃশংসতা এভাবেই বর্ণনা করেন কক্সবাজারের কুতুপালংয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গা নারী হামিদা খাতুন।

২৫শে আগস্ট রাখাইনে সহিংসতা ছড়িয়ে পড়ার পর সেখানে রোহিঙ্গা মুসলিমদের ওপর চলছে অকথ্য নির্যাতন। এ জন্য তারা পালিয়ে বাংলাদেশে আসতে বাধ্য হচ্ছেন। এখানে আশ্রয় নেয়া এমন আরো রোহিঙ্গা নারী-পুরুষ রাখাইনে সংঘটিত নৃশংসতার কথা তুলে ধরেছেন। তাদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়েছে, বনের ভেতর দিয়ে টানা তিনদিন খালি পায়ে হেঁটেছেন বেগম বাহার। এ সময় কাপড় দিয়ে পিঠের সঙ্গে বাঁধা ছিল তার আট মাস বয়সী শিশু। বনের বিভিন্ন জিনিস খেয়ে জীবন রক্ষা করেছেন। তৃষ্ণার্ত হলে পান করেছেন লোনা পানির ধারা থেকে পানি। এটাই তার সঙ্গীদের সফরের শক্তি যুগিয়েছে।

শেষ পর্যন্ত বেগম বাহার যখন নাফ নদে পৌঁছেন তখন তিনি নৌকা দেখতে পান। এসব নৌকায় করে শরণার্থীদের পার করে দেয়া হচ্ছে। তিনি স্বস্তির নিঃশ্বাস নেন। মনে করেন, এটাই তাকে ও তার সন্তানকে নিরাপদে পৌঁছে দেবে বাংলাদেশে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে বসে পড়েন। কান্নায় ভেঙে পড়েন। নৌকায় উঠেই যেন তার চেতনা ফেরে। খালি পায়ে কেটে, ছিঁড়ে যাওয়া স্থান দিয়ে রক্ত ঝরছে। তিনি ব্যথা অনুভব করতে শুরু করেন। চন্দ্রাকৃতির নৌকায় করে নদী পার হন তিনি। এভাবেই হাজার হাজার রোহিঙ্গা মৃত্যুর হাত থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। নৌকা ছুটে চলতে থাকে। বেগম বাহার পেছনের দিকে তাকিয়ে থাকেন। আস্তে আস্তে রাখাইনের স্থলসীমানা তার দৃষ্টিসীমা থেকে দূরে সরে যেতে থাকে। ওই দেশ, ওই মাটিই তার জন্মভূমি- এ কথা ভেবে হাউমাউ করে কেঁদে ফেলেন বেগম বাহার। ওই সেই দেশ যেখানে তিনি জন্মেছেন, কিন্তু তাকে রাষ্ট্রহীন করে রাখা হয়েছে, গৃহহীন করা হয়েছে। বেগম বাহারের মতো প্রায় চার লাখ রোহিঙ্গা এরই মধ্যে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

বেগম বাহার বলেন, আমরা জানি মানুষ যেখানে জন্মগ্রহণ করে সব সময় সেটাই তার মাতৃভূমি। চরম অবস্থায় ঠেলে না দিলে কেউ কোনোদিন তার ‘মা’কে ছেড়ে যায় না। তাই আমাদের সামনে কোনো বিকল্প পথ ছিল না, দেশ ছেড়ে আসা ছাড়া। সেনাবাহিনী আমাদের গ্রামগুলোতে ঢুকে কোনো দেখভালের তোয়াক্কা না করে অবাধে হত্যাকাণ্ড শুরু করে।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গারা যুগের পর যুগ রাষ্ট্রহীন। সেখানে রোহিঙ্গার সংখ্যা প্রায় ১৩ লাখ। এছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় আরো ১৫ লাখ রোহিঙ্গা ছড়িয়ে ছিটিয়ে আছেন বলে মনে করা হয়। ২০১৩ সালে এ সম্প্রদায়কে বিশ্বে সবচেয়ে বেশি নির্যাতিত হিসেবে বর্ণনা করে জাতিসংঘ। নিজ দেশে অস্তিত্ব ধরে রাখা ও বৈধতার লড়াই থেকেই রোহিঙ্গাদের আজকের এই পরিণতি।

মিয়ানমারের সেনাবাহিনী সম্প্রতি যে নৃশংস দমন-পীড়ন শুরু করেছে তাতে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পালিয়েছে বাংলাদেশে। হামিদা খাতুনের স্বামী আমিনুল্লাহ। তিনি অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন। কাজ শেষে একদিন তিনি বাড়ি ফিরছিলেন। এমন সময় গুলির শব্দ পান। বাম হাতে বেশ ব্যথা অনুভব করেন। তারপর মাটিতে শুয়ে পড়েন। এভাবেই নিজেকে তিনি হামাগুঁড়ি দিয়ে টেনে নিয়ে যান বাড়িতে। আর তাতেই রক্ষে।

ওইদিন রাতেই এই দম্পতি বাংলাদেশে পালিয়ে আসার সিদ্ধান্ত নেন। আসার পথে একজন হাতুড়ে ডাক্তার দিয়ে হাতের ওই গুলিটি বের করে নেন। তারপর প্রবেশ করেন জঙ্গলে। জঙ্গলে এসেই দেখেন নাফ নদের দিকে ছুটে যাচ্ছে তাদের মতো হাজার হাজার রোহিঙ্গা। কেউ পথ চেনেন না। তারা সবাই যা জানেন, তা হলো প্রধান সড়ক এড়িয়ে চলতে হবে।

তিন দিন, তিন রাত তারা গাছের পাতা, পোকামাকড় আর ডোবা-নালা থেকে লোনা পানি পান করে বেঁচে ছিলেন। তারপর পৌঁছেন নাফ নদের পাড়ে। এই নদী পার করে দিতে জনপ্রতি বাংলাদেশি ১০ হাজার টাকা করে চাওয়া হয়। কিন্তু রোহিঙ্গাদের কাছে বাংলাদেশি কোনো মুদ্রা ছিল না। ফলে তাদের কাছে মূল্যবান যা কিছু ছিল তা দিয়েই নৌকায় ওঠেন। নদী পাড়ি দিয়ে বাংলাদেশের টেকনাফে পৌঁছেন। স্বাভাবিক সময়ের চেয়ে নাফ নদ ও সমুদ্র ছিল উত্তাল। তাই রাখাইন থেকে তা পার হতে সময় লাগে ১৭ ঘণ্টা। বাংলাদেশি কর্মকর্তারা বলেন, এমন ঝুঁকিপূর্ণভাবে পার হতে গিয়ে অনেকে মারা যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১২:০৮:৪৭   ৬০১ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ