ক্ষমতায়নে মাঠে নেমেছে ১/১১’র কুশীলবরা : প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » ক্ষমতায়নে মাঠে নেমেছে ১/১১’র কুশীলবরা : প্রধানমন্ত্রী
শনিবার, ৮ জুন ২০১৩



pm-in-new-brief.jpgবঙ্গ-নিউজ ডটকম :: সামরিক শাসকদের ঘাড়ে ভর করে ক্ষমতায় যেতে এক এগারোর কুশীলবরা শক্তিশালীভাবে মাঠে নেমেছে। ফলে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবনে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে  মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।শুরুতেই আগামী বাজেট নিয়ে নিজের মতামত তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু কিছু আতিল শ্রেণী আছে তাদের কিছুই ভালো লাগে না। যাই কিছু ভালো কাজ করেন তারা সব কিছুই খারাপ চোখে দেখেন। আমরাতো রাজস্ব আদায় করেই দেশকে গড়ে তুলতে চাই। আমরা কি ভিক্ষার ঝুলি নিয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াবো। ভিক্ষার ঝুলি নিয়ে দেশটা থাকলে এ শ্রেণীর লোকদের সুবিধা হয়।’

তবে পুরো আলোচনার বেশিরভাগই বিগত দিনের সামরিক শাসনের সমালোচনা নিয়ে ছিল।

তিনি বলেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে সরকার গণতন্ত্রের নিরবচ্ছিন্ন পথ চালু করবে। একইসঙ্গে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পৃষ্ঠপোশকদের তৎপরতা আগামীতে গণতন্ত্রের জন্য হুমকি বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা আরো বলেন, ‘ভোটের অধিকার কেড়ে নিয়ে সাময়িক শাসকরা অবৈধভাবে ক্ষমতা দখল করে। আর সেই অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য পার্লামেন্টের দুই তৃতীয়াংশ মেজরিটি প্রয়োজন। আর তা নিতে গিয়ে ভোট কারচুপি তারা শুরু করেন। তাদের সেই স্বাভাব এখনো বদলায়নি।’

পদ্মা সেতু নির্মাণে সরকারের নেয়া উদ্যোগ দ্রুত বাস্তবায়নের নিশ্চয়তা দিয়ে শেখ হাসিনা বলেন, এ মাসেই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে সরকারের চলতি মেয়াদেই পদ্মা সেতুর কাজ শুরু করা হবে।

এছাড়া যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকরকে কেন্দ্র করে আগামী দিনেও তাণ্ডবের আশঙ্কা করে দলের নেতাকর্মীদের সতর্ক করেন আওয়ামী লীগ সভানেত্রী।

সভায় আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সকল কর্মকর্তা, সদস্য এবং শরীয়তপুর জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের কর্মকর্তা ও সদস্য, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটির সদস্য, দলের সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, সকল উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা ও উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২৭:৫১   ৪০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ