মুশফিক ২৯ এবং সাব্বির ২৪ রান নিয়ে ক্রিজে রয়েছেন, ধীরগতি হলেও আশা জাগাচ্ছেন

Home Page » ক্রিকেট » মুশফিক ২৯ এবং সাব্বির ২৪ রান নিয়ে ক্রিজে রয়েছেন, ধীরগতি হলেও আশা জাগাচ্ছেন
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭



 মুশফিকুর রহীম ও সাব্বির রহমান

স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ: অস্ট্রেলিয়ার আক্রমণের মুখে বেশ চাপে রয়েছে বাংলাদেশ। তবে এই চাপের মধ্যেও আশা জাগাচ্ছেন অধিনায়ক মুশফিকুর রহীম ও সাব্বির রহমান। চা বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৫৫ রান। মুশফিক ২৯ এবং সাব্বির ২৪ রান নিয়ে ক্রিজে রয়েছেন। এই জুটি ইতোমধ্যে ৩৮ রান যোগ করেছে।

এক লায়ানের কাছে যেন অসহায় হয়ে পড়েছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে একে একে চারটি উইকেট তুলে নিয়েছে অসি বোলার নাথান লায়ন। তার প্রথম আঘাতের সম্মুখীন হন ওপেনার তামিম ইকবাল। এরপর একে একে ইমরুল কায়েস, সৌম্য সরকার, অবশেষে মুমিনুল হক।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে যায় মুশফিক বাহিনী। আর আজ তাদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে লায়ন। ২৯ দশমিক ৪ ওভারে ৩ উইকেটে ৭০ রান নিয়ে টেস্টের প্রথম দিনের মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছে টাইগাররা।

দলীয় ২১ রানের মধ্যে ওপেনার তামিম ইকবাল ৯ ও তিন নম্বরে নামা ইমরুল কায়েস ৪ রান করে ফিরে যান। দু’জনকেই শিকার করেন অস্ট্রেলিয়ার অফ-স্পিনার নাথান লিঁও।

এরপর ৪৯ রানের জুটি গড়েন আরেক ওপেনার সৌম্য সরকার ও চার নম্বরে নামা মোমিনুল হক। দলীয় ৭০ রানে নামের পাশে ৩৩ রান রেখে লিঁও’র তৃতীয় শিকার হন সৌম্য। এরপর আউট হন মুমিনুল।

ঢাকায় সিরিজের প্রথম টেস্ট ২০ রানে জিতেছিল বাংলাদেশ। তাই দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে মুশফিক বাহিনী।

বাংলাদেশ সময়: ১৫:১৭:৩৪   ৪৯৬ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ