রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সীমান্ত খুলে দেওয়ার আহ্বান ইউএনএইচসিআরের

Home Page » আজকের সকল পত্রিকা » রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সীমান্ত খুলে দেওয়ার আহ্বান ইউএনএইচসিআরের
বুধবার, ৩০ আগস্ট ২০১৭



ইউএনএইচসিআরের লোগো
বঙ্গ-নিউজঃ   মিয়ানমারের সেনাবাহিনীর বর্বর নির্যাতনের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠির জন্য জরুরি মানবিক সহায়তার প্রয়োজন। এজন্য জাতিংসঘের ত্রাণকর্মীদের রাখাইন রাজ্যে প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

একই সঙ্গে রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সীমান্ত খুলে দেওয়ার আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার জেনেভায় প্রকাশিক এক বিবৃতিতে এ আহ্বান জানান ইউএনএইচসিআর এর মুখপাত্র আদ্রিয়ান এডওয়ার্ডস।

বিবৃতিতে বলা হয়, রাখাইন রাজ্যে ত্রানকর্মীদের প্রবেশ কড়াকাড়িভাবে বন্ধ রেখেছে মিয়ানমার কর্তৃপক্ষ। কিন্তু এ মুুহূর্তে সেখানকানে গুরুতর আহত ব্যক্তিদের জন্য জরুরি চিকিৎসা ও মানবিক সহায়তা প্রয়োজন। এজন্য জাতিসংঘের ত্রাণকর্মীদের সেখানে প্রবেশ ও নিরাপদে মানবিক সহায়তা কার্যত্রক্রম পরিচালনার সুযোগ সৃষ্টির জন্য মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে ইউএনএইচসিআর।

বিবৃতিতে বলা হয়, রাখান রাজ্য থেকে বিপুল সংখ্যক মানুষ এখন বাংলাদেশ সীমান্তে জড়ো হয়েছেন। তাদের মধ্যে অনেক মারাত্মকভাবে জখম হওয়া লোকজনও আছেন। এরই মধ্যে গত কয়েকদিনে ৫ হাজার ২০০ জন রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে প্রবেশ করেছেন। এদের মধ্যে আহত অনেকের জরুরি চিকিৎসার ব্যবস্থা করেছে বাংলাদেশ কর্তৃপক্ষ। ইউএনএইচসিআরও তাদের সহায়তা দিচ্ছে।

এতে বলা হয়, এ অবস্থায় আরও যারা জখম হয়ে সীমান্তে অসহায় অবস্থায় রয়েছেন তাদের জন্য সীমান্ত খুলে দিতে বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছে ইউএনএইচসিআর। এরআগেও বাংলাদেশ বিপুল সংখ্যাক নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠিকে বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছে এবং তাদের জীবনধারনের জন্য মানবিক সহয়াতা দিয়ে যাচ্ছে। এ জন্য ইউএনএইচসিআর কৃতজ্ঞ।

বিবৃতিতে আরও বলা হয়, ইউএইচসিআর মনে করে রোহিঙ্গা শরনার্থী সংকট নিয়ে বাংলাদেশের যে উদ্বেগ তা নিরসনে এ মুহূর্তে আন্তজাতিক সম্প্রদায়ের বাংলাদেশের প্রতি সমর্থন ও সহযোগিতা আরও বাড়ানো উচিত। রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠির অধিকার নিশ্চিত হওয়ার মধ্য দিয়েই এ সংটের স্থায়ী সমাধান সম্ভব বলেও ইউএনএইচসিআর মনে করে।

বাংলাদেশ সময়: ১:২৬:১৬   ৮১৬ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ