বিতর্কিত ধর্মীয় গুরু’ রাম রহিমের ১০ বছর করে ২০ বছরের কারাদণ্ড

Home Page » প্রথমপাতা » বিতর্কিত ধর্মীয় গুরু’ রাম রহিমের ১০ বছর করে ২০ বছরের কারাদণ্ড
মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭



বিতর্কিত ধর্মীয় গুরু ‘বাবা’  রাম রহিম  ফাইল ছবি
বঙ্গ-নিউজঃ   ভারতে দু’জন নারী ভক্তকে ধর্ষণের দায়ে বিতর্কিত ধর্মীয় গুরু ‘বাবা’ গুরমিত রাম রহিম সিংকে ১০ বছর করে ২০ বছরের সাজা দিয়েছে দেশটির বিশেষ সিবিআই আদালত। গতকাল সোমবার জেলের ভেতরেই আদালত বসে। তার আরো শাস্তি চেয়ে উচ্চ আদালতে যাবেন ধর্ষণের শিকার দুই নারী। আর ‘বাবা’র পক্ষে উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করবেন তার আইনজীবী। রায় ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন রাম রহিম সিং। বিচারকের কাছে ক্ষমা প্রার্থনা করেন। ১৫ লাখ রূপি করে ৩০ লাখ রূপি জরিমানা দিতে হবে গুরমিতকে। তার আইনজীবী এসকে গর্গ নারবানা জানিয়েছেন, ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিংকে মোট ২০ বছর জেলে থাকতে হবে। ভারতীয় দণ্ডবিধি ৩৭৬/৫০৬ ধারায় তাকে এই সাজা দেওয়া হয়। ২০০২ সালে দুই নারী ভক্তকে ধর্ষণের ঘটনায় মামলা হয়। খবর টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকার।রায়ের পর আদালত কক্ষ ছাড়তে চাননি রাম রহিম। পরে জোর করে তাকে কক্ষের বাইরে নেওয়া হয়। সমাজসেবা করায় তাকে কম দণ্ড দেওয়ার আবেদন করেন তার আইনজীবী। কিন্তু সিবিআই দৃষ্টান্তমূলক সাজার আবেদন জানায়। এর আগে হরিয়ানার পাঁচকুলাতে শুক্রবার সিবিআই আদালত রাম রহিমকে ধর্ষণে দোষী সাব্যস্ত করলে তার হাজার হাজার ভক্ত হরিয়ানা, পাঞ্জাব ও দিল্লির বিভিন্ন জায়গায় তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন, ট্রেন-বাসও জ্বালিয়ে দেওয়া হয়। ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত বিতর্কিত ধর্মগুরু ‘বাবা’ গুরমিত রাম রহিম সিংয়ের সাজা ঘোষণার আগে হরিয়ানার রোহটাক জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তার আয়োজন করা হয়। শুক্রবারের সহিংসতায় অন্তত ৩৮ জন নিহত ও আরো বহু লোক আহত হওয়ার পর অভিযোগ ওঠে যে হরিয়ানা প্রশাসন পরিস্থিতি সামলাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। সোমবার যাতে সেদিনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেজন্য সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছিল। ৫০ বছর বয়সী গুরমিত রাম রহিম সিংকে বন্দি রাখা হয় রোহটাকের সানোরিয়া জেলে, যেটি রোহটাক শহর থেকে দশ কিলোমিটার দূরে। শহর থেকে যে রাস্তাটি জেল অভিমুখে যাচ্ছে, সেটি আর কারাগার চত্বর ঘিরে রেখেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং হরিয়ানা পুলিশের সদস্যরা।

জেলের বাইরের নিরাপত্তায় প্রায় ৩ হাজার আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। রোহটাকের ডেপুটি কমিশনার জানিয়েছেন, কেউ গোলমাল বাধানোর চেষ্টা করলে একবার সতর্ক করা হবে, না শুনলেই গুলি। হরিয়ানা ঘেঁষা পাঞ্জাব এবং গজিয়াবাদ ও নয়ডাতে স্কুল, কলেজ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। আর হরিয়ানাতে তো আগেই স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা রোহটাক। সিবিআইয়ের বিশেষ আদালতের সেই বিচারক জগদীপ সিংহকে ইতোমধ্যেই বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। হাঙ্গামা ঠেকাতে ইতোমধ্যেই আটক করা হয়েছে প্রায় এক হাজার। ডেরার সদর দপ্তর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৩০ হাজার ভক্তকে। জেলায় মোতায়েন করা হয়েছে ২৮ কোম্পানি আধা সামরিক বাহিনী। জরুরি ভিত্তিতে বৈঠক করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। চন্ডীগড়ে নিজের বাসভবনে রাজ্যের ডিজিপি এবং স্বরাষ্ট্রসচিবের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। জানা গেছে, রাম রহিম সিংকে মেডিক্যাল চেকআপ করার পর তাকে জেলের পোশাক দেওয়া হয় এবং আলাদা ঘরে রাখা হয়। ডেরা চেয়ারপার্সন বিপাস্যনা ইনসান সমস্ত অনুগামীদের শান্তি বজায় রাখতে বলেছেন।

বাংলাদেশ সময়: ১:০০:২৩   ৭৩৮ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ