ড. রফিকুল তালুকদারের সুনামগঞ্জ-১ আসনের তাহিরপুর উপজেলার বিভিন্ন স্থানে জনসংযোগ

Home Page » সারাদেশ » ড. রফিকুল তালুকদারের সুনামগঞ্জ-১ আসনের তাহিরপুর উপজেলার বিভিন্ন স্থানে জনসংযোগ
বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭



 ড. রফিকুল তালুকদারের  জনসংযোগ

আল আমিন আহমেদ সুনামগঞ্জ প্রধিনিধি বঙ্গ নিউজ: সুনামগঞ্জ-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার আজ ২৪ আগস্ট ২০১৭ বৃহস্প্রতিবার সারাদিন তাহিরপুর উপজেলার উপজেলা সদর, বাদাঘাট, শ্রীপুর উত্তর-দক্ষিণসহ বিভন্ন ইউনিয়ন, বাজার ও গ্রামে জনসংযোগ ও মতবিনিময় করেন এবং পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার ত্যাগ-তিতীক্ষা, অর্জন এবং সরকারের সাফল্যগাঁথা তুলে ধরেন। এসময় জাগায় জাগায় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বঙ্গবন্ধু পরিষদের নেতা কর্মী ও জনগণ তাকে সংবর্ধনা জানায়।
মতবিনিময় কালে তিনি তিনি ১৫ ও ২১ আগস্টের ট্র্যাজেডিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি বিন্ম্র শ্রদ্ধা জানান। তিনি ২১ আগস্টের গ্র্যানেড হামলাসহ জননেত্রীর উপর সকল হামলা ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং সকল বাঁধা ও ষড়যন্ত্র সমূলে প্রতিহত করে জননেত্রীকে আগামী নির্বাচনেও ক্ষমতায় আনার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মী এবং জনগণের প্রতি ঐক্যবব্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন, জননেত্রী ও দল যাকেই মনোনয়ন দেন তার জন্যই আমাদের নিবেদিতভাবে কাজ করতে হবে। নৌকার বিজয়ের প্রশ্নে সর্বতোভাবে ঐক্য বজায় রাখতে হবে। নৌকার বিজয় মানে জননেত্রীর বিজয়। তবে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা একজন দূরদর্শী নেতা, বিশ্ব শীর্ষ দশ নেতৃত্বের অন্যতম। তিনি মেধাবী ও প্রতিশ্রুতিশীল তরুণ নেতৃত্ব পছন্দ করেন এবং নেতৃত্বের বিকাশ করতে জানেন ও ভালবাসেন।
তিনি বলেন, “আমি ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ ও তাহিরপুরের বিভিন্ন জায়গায়, সুনামগঞ্জ১ আসনের আনাচে-কানাচে, হাট-বাজার, ইউনিয়ন, গ্রামে-গঞ্জে সব জায়গায় গিয়েছি, মানুষের ভালবাসা, আন্তরিকতা ও আতিথ্যেয়তা আমাকে অবিভুত করেছে। জাগায় জাগায় মতবিনিময় ও উঠান বৈঠক করেছি। মানুষের মনের কথা, বেদনার কথা শুনেছি। সবচেয়ে সম্পদশালী ও অত্যন্ত নান্দনিক একটি হাওড় জনপদের মানুষের যাপিত জীবন ও জীবিকায় সুযোগের অপ্রতুলতা ও বঞ্ছিত করার কথা, বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ে বঞ্ছনার কথা, এবং শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত পশ্চাদপদতার কথা শুনেছি। মানুষ এখন উচ্চশিক্ষিত, প্রতিশ্রুতিশীল তরুণ নেতৃত্ব চায়।”
তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ও দল যদি আমাকে মনোনয়ন দান করেন, আমি মানুষের কথা, ভালবাসা ও প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখে বলছি ইনশা আল্লাহ সুনামগঞ্জ-১ আসনে নৌকার বিজয় সুনিশ্চত। আর বিজয়ী হলে আমি আমার জাতীয় ও আন্তর্জাতিক সাংগঠনিক কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে নিষ্ঠার সাথে দল, এলাকা ও দেশের জন্য কাজ করব এবং তাৎপর্যপূর্ণ আবদান রাখতে পারব বলে বিশ্বাস করি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়তু জননেত্রী শেখ হাসিনা।”

বাংলাদেশ সময়: ২১:২৮:২৯   ৭৬২ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ