প্রধান বিচারপতিকে নিয়ে গুজব বিএনপি ‘ম্যানুফ্যাকচারিং’: কাদের

Home Page » প্রথমপাতা » প্রধান বিচারপতিকে নিয়ে গুজব বিএনপি ‘ম্যানুফ্যাকচারিং’: কাদের
বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭



ওবায়দুল কাদের। ফাইল ছবিবঙ্গ-নিউজঃ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ‘অসুস্থ বানিয়ে’ তাঁর পদ থেকে সরানোর গুজবের খবর বিএনপি কর্তৃক ‘ম্যানুফ্যাকচারিং’ (উৎপাদিত) বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির শোক দিবস উপলক্ষে ‘তুমি আছ বাংলার হৃদয় জুড়ে’ শীর্ষক আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ এখন গুজব-গুঞ্জনের কারখানা। গুজব-গুঞ্জনে বাংলাদেশের বাতাস এখন ভারী। সর্বশেষ গুজব হলো প্রধান বিচারপতিকে অসুস্থ বানিয়ে সরিয়ে দিচ্ছে আওয়ামী লীগ। এটা স্রেফ গুজব, স্রেফ গুঞ্জন। এর প্রোডিউসার (উৎপাদক), ডিরেক্টর (পরিচালক) এবং ডিস্ট্রিবিউটর (বিপণনকারী) বিএনপি। এসব বিএনপি ম্যানুফ্যাকচারড (উৎপাদিত) গুজব। তারা দিশেহারা হয়ে আবোলতাবোল বকছে। গুজবের পর গুজব ছড়াচ্ছে। এসব বেরোচ্ছে বিএনপির ম্যানুফ্যাকচারিং কারখানা থেকে।’

বুধবার এক আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রধান বিচারপতিকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলে তাঁকে আর রাখা যাবে না বলে কোনো উদ্যোগ আওয়ামী লীগ গ্রহণ করে কি না, সেই আলোচনা হচ্ছে। এ কথার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।

এই গুজবের সঙ্গে আওয়ামী লীগের চিন্তার কোনো মিল নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এসব তারাই (বিএনপি) ছড়াচ্ছে। এসব গুজবের সঙ্গে আমাদের চিন্তার কোনো মিল নেই। আওয়ামী লীগ বিএনপি নয়। আমরা ষড়যন্ত্র-চক্রান্ত করি না, চক্রান্তের শিকার হই।’

ওবায়দুল কাদের বলেন, ‘ষোড়শ সংশোধনীর পর্যবেক্ষণে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়টি নিয়ে বিএনপি নীরব কেন? এই নীরবতাই সম্মতির লক্ষণ। তারা মেনেই নিয়েছে যে তখনকার জিয়ার ক্ষমতা দখল অবৈধ। তাই তারা সংশোধনীর পর্যবেক্ষণে কোথায় কোথায় আওয়ামী লীগের দুর্বলতা আছে, সেটাকে ইস্যু বানিয়ে রাজনীতি করছে।’

একের পর এক ইস্যু ব্যর্থ হওয়ায় বিএনপি নালিশ পার্টিতে পরিণত হয়েছে এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে নিয়েই কান্না শুরু করে দেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এর আগে আলোচনা সভায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে পাঠ করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আবৃত্তি করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, হাসান আরিফ ও শিমুল মোস্তফা। সংগীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সুজিত মোস্তফা ও ফেরদৌস ওয়াহিদ।

আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন কবি কাজী রোজি, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১:৪৩:৫৭   ৪৬৫ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ