ঈদ উপলক্ষে বিশেষ নজরদারির নির্দেশ পুলিশ সদরদপ্তরের

Home Page » জাতীয় » ঈদ উপলক্ষে বিশেষ নজরদারির নির্দেশ পুলিশ সদরদপ্তরের
বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭



প্রতিকি ছবিবঙ্গ-নিউজঃ পুলিশ সদরদপ্তর ঈদুল আজহাকে কেন্দ্র করে সম্ভাব্য জঙ্গি হামলার আগাম খবর সংগ্রহের জন্য বিশেষ গোয়েন্দা নজরদারির জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে। এছাড়া জাতীয় ঈদগাহ্ ও সোলাকিয়া মাঠের পাশাপাশি প্রধান প্রধান নগরী, জেলা সদরসহ দেশব্যাপী সম্ভাব্য জঙ্গি হামলার বিষয়টিকে মাথায় রেখে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

ঈদে ঘরমুখী মানুষ যেন কোন ধরনের বিড়ম্বনা বা ঝামেলা ছাড়াই প্রিয়জনদের কাছে যেতে পারে সেজন্য সুপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতেরও নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর। সম্প্রতি রাজধানীতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকের সভাপতিত্বে ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থাপনা’ সংক্রান্ত এক সভায় এই নির্দেশনা দেয়া হয়। সভায় সকল পুলিশ কমিশনার, ডিআইজি ও সংশ্লিষ্ট পুলিশ সুপার উপস্থিত ছিলেন।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর পাশাপাশি পুলিশকেও ইউনিফরম ও সাদা পোশাকে বাস, ফেরি ও রেল স্টেশন, পশুর হাট ও বিপণী বিতানগুলোতে অতিরিক্ত নজরদারী করতে নির্দেশ দেয়া হয়েছে। এ সময় তাদেরকে চাঁদাবাজ, পকেটমার, জালটাকা প্রস্তুতকারী, প্রতারক ও ছিনতাইকারীসহ সব ধরনের অপরাধীদের অপরাধ দমনে সজাগ থাকার নির্দেশ দেয়া হয়েছে।

সন্দেহভাজন জঙ্গি আস্তানার ওপর চলমান নিরাপত্তা নজরদারি ছাড়াও নিরাপত্তা বাহিনীরকে বিভিন্ন পর্যটনকেন্দ্র, রাজধানীর ট্রাফিক চলাচল, মহাসড়ক ও লঞ্চ টার্মিনালগুলোতে নজরদারী রাখতে বলা হয়েছে। অস্থায়ী কন্ট্রেল রুম, ওয়াচ টাওয়ার, জালটাকা সনাক্তকরণ মেশিনসহ রাজধানীর পশুর হাটগুলোতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এছাড়া ঈদকে সামনে রেখে বিপুলসংখ্যক টাকা বহনের সময় পুলিশের সহায়তা চাওয়া হলে পুলিশ নিরাপত্তা দেবে।

ঈদ-উল-আজহাকে কেন্দ্র করে ঢাকার প্রতিটি প্রবেশ পথে বিশেষ নিরাপত্তা চেক পোস্ট স্থাপন করা হবে।

পাশাপাশি অধিকাংশ বিপণী বিতান ও পশুর হাটকে ক্লোজ-সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে।

বাংলাদেশ সময়: ১:৩৭:৪০   ৫৬৪ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ