ইরাকে দৌড়ের ওপর আইএস

Home Page » বিশ্ব » ইরাকে দৌড়ের ওপর আইএস
বুধবার, ২৩ আগস্ট ২০১৭



ইরাকের তাল আফরে আইএসের দখলকৃত তিন এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির বাহিনী। ছবি: এএফপিবঙ্গ-নিউজঃ ইরাকের তাল আফারের তিনটি এলাকা জঙ্গি দল ইসলামিক স্টেট বা আইএসের কাছ থেকে নিজেদের দখলে নিয়েছে দেশটির বাহিনী। পেন্টাগন-প্রধানের বাগদাদ সফরের পরই তারা সেগুলো নিজেদের দখলে নেয় বলে ইরাকি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।এএফপির খবরে জানানো হয়, জাতিসংঘ বলছে, গত দুই দিনে তাল আফার থেকে হাজার হাজার বেসামরিক নাগরিক পালিয়ে গেছে।

বাগদাদে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেন, জঙ্গিরা দৌড়ের ওপর আছে। তিনি আরও বলেন, জঙ্গিদের দখল থেকে শহর ও মানুষগুলোকে মুক্ত করা হচ্ছে। জঙ্গিরা তাদের হারানো এলাকার আর এক ইঞ্চিও দখলে নিতে পারবে না।

তাল আফার পুনর্দখল করতে মার্কিন নেতৃত্বাধীন জোট গত রোববার আইএসের বিরুদ্ধে হামলা চালায়। তাল আফারে এক হাজারের মতো আইএস জঙ্গি রয়েছে।

আধা সামরিক জোট হাশেদ-আল শাবির সেনাবাহিনী ও পুলিশ পরে আল কিফাহ, আল নূর ও আল আস্কারি এলাকার পুরো নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৯:৩৪   ৫৬২ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ