বৃষ্টি ও তীব্র যানজটে ভোগান্তিতে রাজধানীবাসী

Home Page » জাতীয় » বৃষ্টি ও তীব্র যানজটে ভোগান্তিতে রাজধানীবাসী
মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭



---বঙ্গ-নিউজঃ মুষলধারে বৃষ্টি ও তীব্র যানজট নিয়ে শুরু হয়েছে রাজধানীবাসীর সকাল। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলমুখী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ভোগান্তি উপেক্ষা করে রেইনকোট ও ছাতা মাথায় যার যার গন্তব্যস্থলে রওনা দিতে দেখা যায় মানুষকে। আজ মঙ্গলবার পৌনে ৭টা থেকে রাজধানীতে মুষলধারায় বৃষ্টি শুরু হয়। সাড়ে ৮টার পর কখনো মুষলধারে কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে থাকে। নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে পানি জমে সৃষ্টি হয় জলজট। ফলে দেখা দেয় তীব্র যানজট। এতে অফিসগামী মানুষ এবং শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছে। পরিবহনগুলো দীর্ঘ সময় যানজটে পড়ে থাকায় পায়ে হেঁটে যাত্রীরা গন্তব্যস্থলে রওনা দেন।

দিনের শুরুর এই বৃষ্টিতে রাজধানীর মিরপুর ১০, মিরপুর ১২, পল্লবী, কাজীপাড়া, শেওড়াপাড়া, চিড়িয়াখানা রোডসহ বিভিন্ন স্থানে হাঁটু পানি জমেছে। এ ছাড়া বিজয় সরণি, সংসদ ভবন এলাকা, ফার্মগেট, কারওয়ান বাজারেও পানি জমে থাকতে দেখা যায়।

এই এলাকাগুলোতে অফিস-আদালতগামী মানুষকে পানির ওপর দাঁড়িয়ে পরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়। প্রতিটি স্থানে ছিল পরিবহনে দীর্ঘ জট।অফিসে যাওয়ার আগ মুহূর্তের বৃষ্টিতে কর্মস্থলে পৌঁছতে হাজার হাজার মানুষ ভোগান্তি পড়েছেন। যানজটের ভোগান্তি সইতে না পেরে গাড়ি থেকে নেমে হেঁটে চলতে গিয়েও দেখা দিয়েছে বিপত্তি। পানির নিচে থাকা খানাখন্দের কারণে সড়কগুলোতে হাঁটতে গিয়ে পড়তে হচ্ছে ছোট-খাট দুর্ঘটনায়। ফলে পথচারীরা চলাচল করছে অত্যন্ত সতর্কতার সঙ্গে। এদিকে বৃষ্টির কারণে গণপরিবহনের সংখ্যাও ছিল কম। আর এই সুযোগে রিকশা, সিএনজিচালিত অটোরিকশাও ভাড়া আদায় করছে ইচ্ছেমতো।

বাংলাদেশ সময়: ১১:৫২:৪৮   ৫০২ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ