“আমি আবার অভিনয় করব। না করিস না বাবা”:মৃত্যুর আগের দিন ছেলেকে নায়ক রাজ্জাক

Home Page » জাতীয় » “আমি আবার অভিনয় করব। না করিস না বাবা”:মৃত্যুর আগের দিন ছেলেকে নায়ক রাজ্জাক
মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭



 ফাইল ছবি

বঙ্গ-নিউজ: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক আর নেই। গতকাল সোমবার (২১ আগষ্ট) সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই মহা নায়ক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।নায়কের শেষ দুই দিনের দিনলিপির বয়ান দিয়েছেন অভিনেতা পুত্র সম্রাট

২০ আগস্ট রাত তখন ১০টার মতো হবে, আমি কম্পিউটারে কাজ করছি। হঠাৎ আব্বু ডেকে পাঠালেন। যেতে চাইনি, আম্মু জোর করে পাঠালেন। ড্রয়িংরুমে গিয়ে একটু রাগের স্বরেই বললাম, ‘কাজ করছি তো, ডাকছ কেন?’

আব্বু বললেন, ‘এখন কাজ রাখ। ডিনারের সময়। চল, একসঙ্গে খাব। ‘ খানিকটা অনিচ্ছা সত্ত্বেও খেতে বসলাম। আম্মু খাবার এগিয়ে দিচ্ছেন। হঠাৎ আব্বুর প্রশ্ন, ‘আচ্ছা সম্রাট, আমি এখন পুরোপুরি সুস্থ না?’ তাঁর চোখের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ। তুমি তো সুস্থ। ‘তাহলে আমি আবার অভিনয় করব। না করিস না বাবা।’

হেসে বললাম, ‘তুমি যে ছবি করবা, এখন কি সে রকম গল্প হয়?’ বললেন, “তুই গল্প তৈরি কর! কেন? আমি কি ‘বাবা কেন চাকর’ বানাইনি? আমার ওপরই গল্প তৈরি কর। পারিবারিক গল্প। দেখবি দর্শক আবার হলে আসবে। চলচ্চিত্রের বাজার ঘুরে দাঁড়াবে। ‘ আব্বুর কথা শুনে আম্মুর দিকে তাকিয়ে হাসলাম।

একটু সংশয় নিয়ে জানতে চাইলাম, ‘তুমি পারবে তো!’ আব্বু তখন হাতের পেশি ফুলিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করলেন, ‘দেখ, নায়করাজ এখনো আগের মতোই আছে। ‘

খাওয়া শেষ করে সবাই যে যার রুমে চলে গেলাম। সকালে আব্বু নাতি-নাতনিদের সঙ্গে অনেক মজা করলেন। আমি ততক্ষণে মনে মনে ঠিক করেছি কোন ধরনের গল্প করব।

বিকেল তখন ৩টার দিকে। হঠাৎ দেখি আব্বু খুব ঘামছেন। আমাকে কাছে ডাকলেন। বললেন, ‘বুকে ব্যথা করছে। ‘ শুরুতে অতটা গুরুত্ব দিইনি। ভাবলাম, গ্যাসের ব্যথা হবে। কিন্তু সময় যত গড়াতে লাগল ততই আব্বু ছটফট করতে লাগলেন। কোনো কথা বলতে পারছেন না। ইউনাইটেড হাসপাতালে যোগাযোগ করলাম। তারা দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিল। পৌঁছালামও হাসপাতালে। কিন্তু ততক্ষণে আব্বু আর নেই।

এখন আমার ভেতরে খুব আফসোস লাগছে। কেন ওই দিন রাতে তাঁকে আরো কিছুক্ষণ সময় দিলাম না। খেতে ডাকার পর কেন রাগ করলাম! আমার শাস্তি হওয়া উচিত। আমি আল্লাহর কাছে আমার আব্বুর জন্য দোয়া চাই। আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুন।

বাংলাদেশ সময়: ১০:০৮:১১   ৮৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ