রাজনীতি করতে চাইলে চেয়ার ছেড়ে মাঠে আসুনঃ মাহবুবউল আলম হানিফ

Home Page » প্রথমপাতা » রাজনীতি করতে চাইলে চেয়ার ছেড়ে মাঠে আসুনঃ মাহবুবউল আলম হানিফ
মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭



মাহবুবউল আলম হানিফ ফাইল ছবিবঙ্গ-নিউজঃ প্রধান বিচারপতিকে উদ্দেশ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, সাংবিধানিক পদে থেকে রাজনৈতিক বক্তব্য দেওয়া ঠিক না। রাজনীতি করতে চাইলে প্রধান বিচারপতির চেয়ার ছেড়ে মাঠে আসুন। গতকাল সোমবার ২১ আগস্ট গ্রেনেড হামলা ট্র্যাজেডি উপলক্ষে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‌’সাংবিধানিক ওই পদে থেকে আপনি রাজনৈতিক কথা বলতে পারেন না। আর বলা মানেই সংবিধানের শপথ ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হন আপনি। ‘ বিচারকদের সমালোচনা করে হানিফ বলেন, ‘আজকে গুটি কয়েক বিচারপতির কর্মকাণ্ডে, তাঁদের কথাবার্তায় পুরো বিচার বিভাগকে বিব্রত করছে, জনগণের প্রশ্নের মুখোমখি দাঁড় করিয়ে দিয়েছে। ‘

এই রায়কে ষড়যন্ত্রের অংশ অভিহিত করে হানিফ বলেন, ‘নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। আদালতের মাধ্যমে সেই পথ তৈরি হচ্ছে। বাংলাদেশের জনগণ এ ব্যাপারে উদ্বিগ্ন। ‘ এ সময় তিনি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর এর বিচারে আদালতের ব্যর্থতার সমালোচনা করেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারপতি জয়নুল আবেদীনের বিচার বিভাগীয় তদন্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ওই অনুষ্ঠানের আয়োজন করে।
সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান। বক্তব্য দেন আফজালুর রহমান এমপি, আওয়ামী লীগ নেতা ডা. বদরুজ্জামান ভূইয়া, স্বাধীনতা চিকিত্সক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, উপাচার্য অধ্যাপক ডা. জাকারিয়া স্বপন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১:০৮:৫৬   ৫২০ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ