৯০ হাজার ৪০৯ জন বাংলাদেশি হজযাত্রীর সৌদির উদ্দেশে ঢাকা ত্যাগ

Home Page » জাতীয় » ৯০ হাজার ৪০৯ জন বাংলাদেশি হজযাত্রীর সৌদির উদ্দেশে ঢাকা ত্যাগ
সোমবার, ২১ আগস্ট ২০১৭



প্রতিকি ছবিবঙ্গ-নিউজঃ সোমবার সকাল পর্যন্ত ৯০ হাজার ৪০৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। অপরদিকে এখনো প্রায় ৩৬ হাজার যাত্রী হজের উদ্দেশে সৌদি আরব যাওয়ার অপেক্ষায় রয়েছেন। সৌদি সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী আগামী ২৭ আগস্টের মধ্যে বাংলাদেশের এসব হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছাতে হবে। এ বছর সরকারি ও বেসরকারি উদ্যোগে ১ লাখ ২৭ হাজার ১শ’ ৯৮ জন বাংলাদেশির হজ করার কথা।

বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (গণসংযোগ) শাকিল মেরাজ বলেন, সোমবার সকাল ৮টা পর্যন্ত মোট ৯০ হাজার ৪০৯ জন হজযাত্রী ঢাকা ত্যাগ করেন। এর মধ্যে বাংলাদেশ বিমানের হজ ফ্লাইট ৪৪ হাজার ২৫৩ জন হজযাত্রীকে বহন করেছে। বাকী ৪৬ হাজার ১৫৬ জন সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে হজ করার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

তিনি জানান, আজ সকাল ৮টা থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হজযাত্রী বহনে মোট ৯টি ফ্লাইট পরিচালনা করবে। এসব ফ্লাইটের মধ্যে দুটি ফ্লাইট চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত হবে। বিমানের কোনো ফ্লাইট আজ বাতিল করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান ভিসা জটিলতার কারণে হজযাত্রীর অভাবে ইতিমধ্যেই ঢাকা-দোহা রুটে ২৪টি ফ্লাইট বাতিল করে।

তবে অনবরত হজযাত্রী বহনের লক্ষ্যে ১৪ আগস্ট হতে ২৬ আগস্ট পর্যন্ত বিমানের ঢাকা-দোহা রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। লন্ডনসহ অন্যান্য রুটেও বিমানের ফ্লাইট কমানো হয়েছে।আগামী ২৬ আগস্ট পর্যন্ত বিমান এক নাগাড়ে হজ ফ্লাইট পরিচালনা করবে। অপরদিকে সৌদি এয়ারলাইন্সের হজ ফ্লাইট ২৭ আগস্ট পর্যন্ত পরিচালিত হবে।

বাংলাদেশ সময়: ২৩:২১:১২   ৭২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ