হাইকোর্টের রায়ে নয়, দেশ স্বাধীন হয় বঙ্গবন্ধুর ডাকেঃ মতিয়া চৌধুরী

Home Page » জাতীয় » হাইকোর্টের রায়ে নয়, দেশ স্বাধীন হয় বঙ্গবন্ধুর ডাকেঃ মতিয়া চৌধুরী
রবিবার, ২০ আগস্ট ২০১৭



মতিয়া চৌধুরী।বঙ্গ-নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শ্রমিকদের পক্ষের বারগেনিং এজেন্ট বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, বিশ্বের কোনো প্রধানমন্ত্রী নেই, যিনি শ্রমিকদের পক্ষে কথা বলেন। সেখানে আমাদের প্রধানমন্ত্রী শ্রমিকদের বারগেনিং এজেন্ট হিসেবে কাজ করছেন। মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের হয়ে মজুরি নিয়ে দর কষাকষি করেন। এখন শ্রমিকরা না চাইলেও অনেক কিছুই পাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে আজ শনিবার মহিলা শ্রমিক লীগের জমায়েত ও শোকর‌্যালি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মতিয়া চৌধুরী।

কৃষিমন্ত্রী বলেন, দেশ হাইকোর্টের রায়ে নয়, কোনো জেনারেলের হুইসেলে নয়, বঙ্গবন্ধুর ডাকে ৩০ লাখ শহীদের বিনিময়ে স্বাধীন হয়েছে। আজকে অনেকেই অনেক কথা বলছেন, কারো মা দ্রৌপদী হতে পারে, কিন্তু বাঙালি জাতির পিতা একজনই। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীন জাতির জনক একজন বঙ্গবন্ধু। তিনি বলেন, আজকে কথায় কথায় হাইকোর্টে রিট হয়, রুল হয়। বিএনপির সময় আদমজীতে গুলি করে শ্রমিক মেরে ফেলা হয়েছিলো, তখন কোথায় ছিল রুল-রিট।

হাজার হাজার শ্রমিককে মেরে ফেলে হয়েছিলো।মানুষ হত্যাকারীরা ইসলামের অনুসারী নয় জানিয়ে মতিয়া চৌধুরী বলেন, পঁচাত্তরের ১৫ অাগস্ট, ২০০৪ সালের ২১ আগস্ট এবং এবারের ১৫ আগস্ট, সব ষড়যন্ত্র একই সূত্রে গাঁথা। পান্থপথের হোটেলে যে বোমা বিস্ফোরণ হয়েছে, তা যদি ধানমণ্ডি ৩২ নম্বরে হতো, তবে প্রধানমন্ত্রী শুধু নন, হাজার হাজার মানুষ মারা যেতো। ইসলামের নামে যারা মানুষ হত্যা করে, তারা ইসলামের অনুসারী নয়। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক, কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে সাফ জানিয়ে দেন কৃষিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১:০৯:৫১   ৪৮২ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ