আবারও অশান্ত মিয়ানমার: রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি প্রস্তুত।

Home Page » জাতীয় » আবারও অশান্ত মিয়ানমার: রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি প্রস্তুত।
বুধবার, ১৬ আগস্ট ২০১৭



ফাইল ছবি

বঙ্গ-নিউজ: সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর প্রতিনিয়ত সৈন্য সমাবেশ বৃদ্ধির কারণে বাংলাদেশ সীমান্তে বিজিবির টহল জোরদার ও নজরদারী বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। বিজিবির ধারণা, মিয়ানমার সরকার সেদেশের সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা জোরদার করায় সীমান্তে অতিরিক্ত সেনা সমাবেশ ঘটিয়ে থাকতে পারে।৩ দিন ধরে বাংলাদেশ সীমান্তে বিজিবির এ সতর্ক নজরদারী চলছে বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এস এম আরিফুল ইসলাম ও কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মঞ্জুর হাসান খান।

বিজিবির কর্মকর্তারা জানান, প্রতিবেশী দেশ মিয়ানমার সীমান্তে অতিরিক্ত সেনা সমাবেশের কারণে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। বিষয়টি এমন ধরে নিয়েই বাংলাদেশ সীমান্তে বিজিবি এ সতর্কতামূলক নজরদারী ও টহল জোরদার করেছে।

লে. কর্ণেল আরিফুল জানান, মিয়ানমার সেনাবাহিনী সীমান্তের রাখাইন প্রদেশের আরাকান প্রদেশ আকিয়াব জেলার মংডু, বুচিডং ও রাচিডংসহ বেশ কয়েকটি এলাকায় গত কিছুদিন ধরে সেনা সমাবেশ বাড়িয়ে দিয়েছে মিয়ারমার। ফলে রোহিঙ্গা অনুপ্রবেশসহ যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা ঠেকাতে আমরাও বিজিবির ফোর্স বাড়ানোর পাশাপাশি সীমান্তে নিরবিচ্ছিন্ন টহল জোরদার করেছি। সেনা উপস্থিতির কারণে সেদেশের রোহিঙ্গাদের দলে দলে সীমান্ত পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের আশঙ্কা থাকে। এ ধরণের পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি সেদেশের কোন অপরাধী যাতে অনুপ্রবেশ করতে না পারে আমরা এ বিষয়ে নিজেদের প্রস্তুত রেখেছি মাত্র। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:৪৪   ১৬২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ