বিশ্বাসের পতন এবং পুনরুত্থান -ড. মনিরুস সালেহীন

Home Page » সাহিত্য » বিশ্বাসের পতন এবং পুনরুত্থান -ড. মনিরুস সালেহীন
মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭



ঘাতকের বুলেটে বাংলার সূর্য প্রতিকী ছবি
বড় বেশি ভালোবেসেছিলে, বড় বেশি করেছিলে বিশ্বাস।
পরনে সফেদ গেঞ্জি, হাতে পাইপ, সিঁড়ির গোড়ায় দাঁড়ানো নিরুদ্বিগ্ন জনক।
ঘাতকের জিগাংসা নয়, মেশিনগানের উদ্যত নল নয়, তার চোখে ভাসে বিশ্বাসের আরেক পতন।
অবিশ্বাসে বিস্ফারিত চোখের ধমক, শেষ পর্যন্ত, তোরা?
ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত
কেইনের হাতে এবেলের-
পৃথিবীর প্রথম খুন।
তারপর বারবার খুন হয়েছে বিশ্বাস।
নিজের খুনের চেয়েও বিস্মিত সিজার বিশ্বাসের খুনে, দাও টু, ব্রুটাস?
ব্রূটাস, শেষ পর্যন্ত তুমিও।
তুমি সিজার ছিলে না,
তুমি ছিলে স্বপ্নদ্রষ্টা, তুমি ছিলে জনক
কিন্তু ঠিক ধারণ করেছো জননীর প্রসব যন্ত্রনা।
তাই তো, বড় বেশি ভালোবেসেছিলে, বড় বেশি করেছিলে বিশ্বাস।

সপরিবারে বঙ্গবন্ধু
বত্রিশ নম্বরের সিঁড়ি থেকে তোমার উষ্ণ শোণিত
ছড়িয়ে পড়ে,
সবুজের বুকের লাল বৃত্তটা আরো বিস্তৃত হয়।
বিশ্বাসঘাতকেরা জানে না, এ রক্তবীজ অবিনাশী।
ফিনিক্সের মতো আবারো জেগে ওঠো তুমি,
জেগে ওঠে বিশ্বাস।
কান পাতলেই শুনি সেই অমোঘ উচ্চারণ, সেই কালোত্তীর্ণ কবিতা, আর দাবায়া রাখতে পারবা না।

ড. মনিরুস সালেহীন

বাংলাদেশ সময়: ১২:৪২:৪৫   ১০৮৩ বার পঠিত   #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ