আ.লীগ দলীয় সংকীর্ণতায় চলে গেছে, দানবে পরিণত হয়েছে: ফখরুল

Home Page » জাতীয় » আ.লীগ দলীয় সংকীর্ণতায় চলে গেছে, দানবে পরিণত হয়েছে: ফখরুল
রবিবার, ১৩ আগস্ট ২০১৭



 মির্জা ফখরুল ইসলাম  বঙ্গ-নিউজঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ মনে করে তারাই রাষ্ট্র, তারাই দেশ, তারাই সবকিছু।

গতকাল শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।

সরকারের দলীয়করণের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘এখন দলীয়করণ ভয়াবহ পর্যায়ে। আপনার গোষ্ঠীর মধ্যে যদি কেউ বিএনপি করে, তাহলে আপনি নাই। শুধু ক্রীড়াঙ্গনে নয়, সর্বক্ষেত্রে এই অবস্থা। আওয়ামী লীগ অত্যন্ত সংকীর্ণমনা রাজনৈতিক দল। তারা নিজের বাইরে কিছু চিন্তা করতে জানে না, নিজের মানুষগুলো ছাড়া অন্য কাউকে চেনে না এবং রাষ্ট্র-দেশ বলতে তারা মনে করে তারাই রাষ্ট্র, তারাই দেশ, তারাই সবকিছু। যার ফলে সর্বত্র এত অন্যায়, অবিচার। এর ফলে বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের রায়ে বলা হচ্ছে, আওয়ামী লীগ সরকার দলীয় সংকীর্ণতায় চলে গেছে এবং একটা দানবে পরিণত হয়েছে।’

সরকারের ব্যর্থতায় দেশ ‘খাদের শেষ প্রান্তে’ পৌঁছে গেছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। এর জন্য সবাইকে চেষ্টা করতে হবে, সবাইকে ভাবতে হবে। আমরা যদি একটা জাতীয় ঐক্য সৃষ্টি করতে না পারি, আমরা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে না পারি, তাহলে আমরা আমাদের যে লক্ষ্য জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা, মধ্যম আয়ের দেশ করা, একটা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করা—সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব না।’

সরকারের বেসামাল অবস্থা
এদিকে জাতীয় প্রেসক্লাবে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আয়োজিত পৃথক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায়ের পর মন্ত্রীদের বক্তব্যে সরকারের বেসামাল অবস্থা প্রতীয়মান হচ্ছে।
মোশাররফ হোসেন বলেন, ‘মন্ত্রীদের বক্তব্য আপনারা দেখছেন, বেসামাল অবস্থা। তারা জানে, এ দেশের মানুষ যদি একবার ভোট দেওয়ার সুযোগ পায়, আওয়ামী লীগের পাত্তা থাকবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজেই বলেছেন, আগামী নির্বাচনে যদি তারা বিজয়ী না হয়, তাদের নেতা-কর্মীদের পিঠের চামড়া থাকবে না, তাদের পালানোর পথ থাকবে না। তারা এত ভয় ও আতঙ্কের মধ্যে আছে।’

বাংলাদেশ সময়: ০:১৯:১৪   ৫৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ