“জন্মদিনে গীতিকবি নীহার আহম্মেদ এর প্রতি ভক্তের ভালবাসা”

Home Page » জাতীয় » “জন্মদিনে গীতিকবি নীহার আহম্মেদ এর প্রতি ভক্তের ভালবাসা”
রবিবার, ১৩ আগস্ট ২০১৭



গীতিকবি নীহার আহম্মেদওমর সানিঃ- বঙ্গ-নিউজঃ- ভালবাসা এক অমূল্য সম্পদ। আত্মার টানেই মূলত ঘটে ভালবাসার সন্ধি। সত্যিকারের ভালবাসা দিয়ে সারা পৃথিবীটাই জয় করা সম্ভব।ভালবাসার অপর নাম পাগলামিও বটে। তেমনি দৃষ্টান্ত মিললো এক ভক্তের ভালবাসায়। আজ বিশুদ্ধ মনের গীতিকবি নীহার আহম্মেদ এর জন্মদিন। তার এই শুভ দিনটিকে কেন্দ্র করে বঙ্গ- নিউজের কাছে ভালবাসার বহিঃপ্রকাশ তুলে ধরলেন তারই“> একনিষ্ঠ  ভক্ত “আর জে রায়হান আসিফ” তিনি বলেনঃ-আজ আমার প্রিয় নীহার ভাইয়ার জন্মদিন .আর এইটাই ছিলো আমার 13 তারিখ এর অপেক্ষা. অনেক মানুষের মনে অনেক প্রশ্ন ছিলো আসলে 13 তারিখ কি? কেউ তো বলে ফেলেছে আমার বিয়ে নাকি? আর যারা লিজেন্ড তাদের চিন্তাভাবনা ছিলো আকাশ ছোঁয়া. ভাই আপনি কি বাবা হতে চলেছেন?!!গীতিকবি নীহার আহম্মেদ যাই হোক তেমন কিছু না.. এইবার আসি মূল কথায়, 2006 সালে বাংলা গানের বিশুদ্ধ গীতিকার হিসেবে আত্নপ্রকাশ করেন নীহার আহমেদ ভাইয়া. যারা লিজেন্ড তারা প্রথমেই চমক দেখাবে এইটাই স্বাভাবিক. এস-আই টুটুল এর কন্ঠে গাওয়া গদ্য-পদ্য দিয়ে সিটিসেল চ্যানেল আই মিউজিক আয়োজিত সেরা গীতিকার এর মনোনয়ন পান. তখন তিনি বুঝিয়ে দিয়েছেন কেন তার বাংলা গানে আগমন. 2006 সালে বাংলা গানের যুবরাজ আসিফ ভাইয়ার একক এলব্যাম হৃদয়ে রক্তক্ষরণে তার লিখা– কোন কিছু হারালে খুজেঁ পাওয়া যায়/বিশ্বাস হারালে যায়না পাওয়া.. গীতিকার হিসেবে নীহার ভাইয়ার লিখা গানে কন্ঠ দিয়েছেন দেশ সেরা শ্রদ্ধেয় রুনা লায়লা.সাবিনা ইয়াসমিন.এন্ড্রু কিশোর,এস ডি রুবেল, মনির খান,রিজিয়া পারভীন,আলম আরা মিনুসহ কনা. বেলাল খান. সংগীত পরিচালক জেকে. প্রিয় বন্ধু  জাহিন খান. সোহানা. বাংলাদেশে টেলিভিশের জন্যও শতাধীক গান লিখেছিলেন. মনে কিছু রাগ অভিমান নিয়ে গীতিকার জগৎ থেকে 10 বছর অনেক দূরে ছিলেন. সেই কারণ হয়তো অনেকেই জানেন. উনি যদি এই 10 বছর বিরতি না দিতেন তাহলে ওনার নাম আজ মানুষের মুখে মুখে থাকতো. নবীন সুরকার আমাদের জেলা ও থানার কৃতি সন্তান মুরাদ নূর ভাই এর সাথে দেখা হবার হবে রাগ অভিমান কমিয়ে নিয়ে আসেন “সারপ্রাইজ অফ মুরাদ নূর” নামে একটি মিক্সড এলব্যাম যেখানে ওনার লিখা চারটি গান অনেক জনপ্রিয় হয়েছে. এই এলব্যামে গীতিকার ও সুরকার প্লাবন কোরেশী’র  গানের মাধ্যমে আত্নপ্রকাশ. ক্লোজআপ ওয়ান রাজীব. মুহিন ও খালেদ মুন্না’র  গাওয়া গানগুলো ছিলো ওনার লিখা.. কিছু দিন আগে শিল্পী ও সুরকার বেলাল খানের সুরে মীর মাসুম এর সংগীতে সামিনা চোধুরী’র গাওয়া পিপীলিকার মতোন উইড়া মরবো গানটি অনেক জনপ্রিয় হয়.. বর্তমানে এই গীতিকার ফকির  প্রজেক্ট টিমের অংশ“ফকির প্রজেক্ট” নামে একটি এলব্যামে গান লিখা নিয়ে ব্যস্ত. কিছুদিন পর বাংলা গানের যুবরাজ আসিফ ভাইয়ার কন্ঠে শুনা যাবে নীহার ভাইয়া লিখা বেশ কিছু গান. প্রিয় বন্ধু জাহিন খানের জন্যও লিখেছেন কিছু গান.. ব্যক্তি হিসেবে নীহার ভাইয়া অসাধারণ মনের একজন মানুষ. এখন শুনুন আমার জন্য ওনি কি কি করেছেন: ভাইয়ার সাথে আমার পরিচয় খুব অল্পদিনের. কিন্তু এই অল্পদিনেই আপনার মনের সেরা মানুষটার দ্বিতীয় স্থান. প্রথমে যুবরাজ  (মিডিয়ার মানুষ হিসেবে) আমি খুব সাধারণ একজন ছেলে. ছোট বেলা থেকেই চুপচাপ থাকতে পছন্দ করি. তবে চ্যালেঞ্জ আমার অন্যতম প্রিয় কিছু. আমি ব্যক্তি হিসেবে কেমন সেইটা ফ্যাক্টর না. চুপচাপ থাকাটা হয়তো বদ স্বভাব. তবে খুব অল্প মানুষের সাথে চলাফেরা. আসিফ ভাইয়ার গান শুনেছি সেই ছোট বেলা থেকেই. হয়তো অপ্রয়োজনীয় আসিফিয়ান আমি.. গীতিকবি নীহার আহম্মেদের একনিষ্ঠ ভক্ত আর জে রায়হান আসিফআজও কাছ থেকে প্রিয় মানুষকে দেখিনি. কথাও হয়নি কোনদিন. নীহার ভাইয়ার সাথে পরিচয় এক রাতে হায় হ্যালো থেকে সেইদিন রাতেই ফোন. অনেক কথা বললাম ভাইয়ার সাথে. প্রথম কথাতেই মনটা জয় করে নিয়েছেন. তারপর সারাক্ষণ চ্যাট আর প্রয়োজন/অপ্রয়োজনীয় সময়ে ফোন. ভাইয়া মনের ভূলেও কোন দিন রাগ করেনি. আমার সব কথার উওর সাথে সাথে দিয়েছেন. এই দিকটা আমাকে আজও পাগল করে রাখে ভাইয়ার মন কত ফ্রেশ. আমি নিজেই মাঝে মাঝে মানুষের ম্যাসেজ বিরক্তিকর মনে করি.. কে যেন আমাকে চ্যালেঞ্জ করলো আপনি কেমন আসিফ ভক্ত.( মন থেকে ধন্যবাদ. নাম বলতে ইচ্ছুক না) আসিফ ভাইয়ার লিষ্টে নেই. ব্যাপারটা খুব খারাপ লেগেছে আমার. সেইখানে নীহার ভাইয়ার সহযোগিতায় আসিফ ভাইয়ার ফ্রেন্ড লিষ্টে প্লাস ফোনে ও বহুবার কথা হয়েছে. বাংলাদেশের নামকরা গীতিকার.সুরকার.কম্পোজার শিল্পী পছন্দের সবার সাথে কথা বলতে পেরেছি একমাত্র নীহার ভাইয়ার কারণে.. আসিফ ভাইয়ার জন্মদিনে ওনাকে শুভেচ্ছা জানাতে পেরেছি নীহার ভাইয়ার সাহসিকতার কারণে.. অনেক মানুষের ভালোবাসা পেরেছি নীহার ভাইয়ার কারনে. আজ আমাকে কিছু মানুষ চিনে সেইটাও এই একমাত্র নীহার ভাইয়ার কারনে.. আমাকে এত মানুষদের সাথে পরিচয় করে দেওয়ার পিছনে একমাত্র ভূমিকা আমার এই প্রিয় মানুষটির.. মন থেকে দোয়া ভালোবাসা সম্মান সারাজীবন থাকবে আপনার জন্য. ভালোবাসি ভাইয়া. অনেক ভালোবাসি।।।

বঙ্গ-নিউজ পরিবারের পক্ষ থেকে ও  গীতিকবি নীহার আহম্মেদকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।“>

বাংলাদেশ সময়: ০:০৮:১৪   ৯৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ