“শুরু ভারতের জয়ে “

Home Page » খেলা » “শুরু ভারতের জয়ে “
শুক্রবার, ৭ জুন ২০১৩



india-sa20130606132110.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ  আইসিসি চ্যাম্পিন্স ট্রফির মতো বড় আসরে অভিষেক সেঞ্চুরিটা পেলেন শিখর ধাওয়ান। তার সেঞ্চুরির সঙ্গে রহিত শর্মার হাফ সেঞ্চুরিতে উদ্বোধনী ম্যাচে দারুণ জয় পেল ভারত। দক্ষিণ আফ্রিকাকে হারালো ২৬ রানে।ভারত: ৩৩১/৭ (৫০ ওভার)
দক্ষিণ আফ্রিকা: ৩০৫/১০ (৫০ ওভার)
ফল: ভারত ২৬ রানে জয়ী

কার্ডিফের সোফিয়া গার্ডেনে রহিত শর্মা ও শিখর ধাওয়ানের ব্যাটে ভালো শুরু পায় ভারত। ২১.২ ওভারে ১২৭ রান এসেছে ওপেনিং জুটিতে। ৮১ বলে আট চার ও এক ছয়ের মারে ৬৫ রানে সাজঘরে ফেরেন শর্মা। একদিনের ক্রিকেটে এটি তার ১৪তম হাফ সেঞ্চুরি। দ্বিতীয় জুটিতে বিরাট কোহলিকে নিয়ে ৮৩ রান যোগ করেন ধাওয়ান। জেপি ডুমিনিকে উইকেট দেওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ১১৪ রান। ১২টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে ৯৪ বলে অনিন্দ ইনিংসটি খেলেন বাঁহাতি এ ওপে

নার। কোহলি ৩১ রানে সোসোবের বলে ক্যাচ তোলেন। এরপর বড় জুটি না হলেও ভারতের ইনিংসে রান উঠেছে বলে বলে। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২৭ এবং রবীন্দ জাদেজা হার না মানা ৪৭ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ভারত পায় ৩৩১ রানের সংগ্রহ। দক্ষিণ আফ্রিকার পেসার সোসোবে দুটি ও ম্যাকলারেন তিন উইকেট শিকার করেন।

৩৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ও দ্বিতীয় জুটি দীর্ঘায়ু পায়নি। তৃতীয় এবং সপ্তম উইকেটে রান আসায় সম্মানজনক স্কোরে যেতে পারে প্রোটিয়রা। রবিন পিটারসন ও এ বি ডি ভিলিয়ার্স ১২৪ রান তোলেন ২০.৪ ওভার খেলে। ফাফ ডু প্লেসিস ও রায়ান ম্যাকলারেনের সপ্তম জুটিতে এসেছে ৫০ রান। ৬৮ রান করেন পিটারসন। একদিনের ক্রিকেটে এটি প্রথম হাফ সেঞ্চুরি তার। অধিনায়ক ডি ভিলিয়ার্স করেন ৭০ রান। রায়ানের ব্যাটে এসেছে অপরাজিত ৭১। ডি ভিলিয়ার্স ৩৩তম আর রায়ান পেয়েছেন প্রথম হাফ সেঞ্চুরি। এছাড়া হাশিম আমলা ২২ ও প্লেসিসি ৩০ রান করলে ৫০ ওভারে ৩০৫ রানে অল-আউট হয় দক্ষিণ আফ্রিকা।

ভারতের ভুবনেশ্বর কুমার, উমেশ ইয়াদাভ, ইশান্ত শর্মা ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ২১:০৫:০১   ৪৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ