ফয়সাল হাবিব সানি’র চারটি অাধুনিক কবিতা

Home Page » সাহিত্য » ফয়সাল হাবিব সানি’র চারটি অাধুনিক কবিতা
শুক্রবার, ১১ আগস্ট ২০১৭



 প্রতিকি ছবি

১. রেললাইন

ট্রেনের চাকায় ঘর্ষিত হতে হতে
একদা রেললাইনের শখ হলো
ট্রেন হবে।
প্রবল দম্ভে তাই সোজা উঠে দাঁড়ালো রেললাইন।
কিয়ৎক্ষণ পর পেছন থেকে একটি ট্রেন এসে চাপা দিয়ে গেলো দাম্ভিক রেললাইনকে
রেললাইনের নিথর দেহ অযত্নে কেবলই পড়ে থাকলো রাস্তার ওপারে!

মানুষও ঠিক যেন এ রেললাইনের মতোই;
নিজের অবস্থানে তুষ্ট নয় সে
তাইতো অবস্থান অারও পাঁকাপোক্ত করতে বেশির অাশায় রেললাইনের মতোই
তছনছ হয়ে যায় মানুষ অার প্রতিদিনই নিকষ কৃষ্ণ গহ্বরে হারিয়ে যায় একগুচ্ছ সাদা জীবন!

২. বেশ্যালয়

বেশ্যালয়ে নাকি বেশ্যাগিরি চলে
সেখানে বেশ্যারা থাকে, উদম ফূর্তি হয়, অারও…
কিন্তু বেশ্যালয়ের দোষ কি? ও তো মাত্র একটি ঘর
ওই ঘর কি পাপ-পুণ্য বোঝে?
তাহলে বেশ্যালয় নয়, বেশ্যারা খারাপ; তাই তো?
তাই যদি হয়, তবে তো বেশ্যাদের সন্তানও খারাপ হবার কথা! কিন্তু বেশ্যাদের সন্তানও কি বেশ্যা হয়?
গাছ যে প্রজাতির সেই গাছে তো সেই প্রজাতিরই ফল জন্মাবে এটাই স্বাভাবিক; তাই না?
তাহলে তো বেশ্যার গর্ভে বেশ্যা জন্ম নেবে এটাই হবার কথা ছিলো
কিন্তু তা কি হয়? বেশ্যার গর্ভে কি বেশ্যাই জন্ম নেয়?
তা যদি নাই-ই হয় তবে বেশ্যাও খারাপ নয়

জেনে রেখো, `বেশ্যালয়’ এবং `বেশ্যা’ শব্দ দু’টি খারাপ।

৩. ওভার ব্রীজ

রাজধানীর পিচঢালা রাস্তা
ছাতার মতো তার মাথা অাগলে রেখেছে অারেক রাস্তা, যেন রোদ স্পর্শ না করে চিৎ হয়ে শুয়ে থাকা সে রাস্তার শক্ত শরীর।
প্রতিদিন এ রাস্তা থেকে মানুষ উপর ওঠে, ওভার ব্রীজ বেয়ে অাবার নিচে নেমে অাসে
নিচে নেমে অাসে, আবার উপরে ওঠে।
অর্থাৎ, মানুষ তার শুরুর মূল বিন্দু থেকে কখনো বিচ্যুত হতে পারে না
শেকড়ের কাছে তাকে ফিরে অাসতেই হয়।

যেখান থেকে শুরু একসময় ঘুরে ফিরে অাবার সেখানেই মানুষের ফিরে অাসা
যেখানে শুরু, সেখানেই শুরু…
তেমনি জীবনের কোনো কিছুই শেষ নয়, শেষ হয় না
স্বপ্ন বিস্তৃত থেকে বিস্তৃততর হয় বাস্তবে
মনে রেখো, কেবলই শুরু অার শুরু…

৪. নিঃসঙ্গতা

কি এক নিঃসঙ্গ আঁধার হেলে পড়ে রাতের গতরে!
নির্লজ্জের মতো রাতের শরীরে শরীর এলিয়ে রাতের গতরেই খুঁজে পায় তার সম্ভাব্য সুখ।
রাত নিঃসঙ্গ হলে আঁধারকে পায়
আঁধার নিঃসঙ্গ হলে রাতের কাছে যায়…
কিন্তু মানুষ আমি; মানুষ নিঃসঙ্গ হলে নিঃসঙ্গতা তাকে কুড়ে কুড়ে খায়

মানুষ নিঃসঙ্গ হলে আরও বেশি নিঃসঙ্গ হয়ে যায়!

বাংলাদেশ সময়: ১৬:০৬:৫১   ১০৮০ বার পঠিত   #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ