ভারতীয় সেনাবাহিনীর সীমান্তের গ্রাম খালি করার নির্দেশ

Home Page » জাতীয় » ভারতীয় সেনাবাহিনীর সীমান্তের গ্রাম খালি করার নির্দেশ
শুক্রবার, ১১ আগস্ট ২০১৭



বঙ্গ-নিউজ: ভারত ও চীনের মধ্যে ডোকলাম এলাকায় সেনা মোতায়েনকে কেন্দ্র করে যখন টানাপড়েন চলছে তখন সীমান্ত এলাকায় গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে সীমান্তবর্তী আশেপাশের গ্রাম খালি করার কথা বলা হয়েছে।একটি সূত্রে প্রকাশ, সেনাবাহিনী নাথনাং গ্রাম থেকে কয়েকশ’ বাসিন্দাকে দ্রুত ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে। নাথনাং এলাকাটি সীমান্তের ডোকলাম এলাকা থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। সম্প্রতি ওই এলাকায় সেনাবাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। কিন্তু কেন গ্রামবাসীদের অন্যত্র চলে যেতে বলা হয়েছে, সে সম্পর্কে সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি।সীমান্তবর্তী গ্রামে ভারতীয়  সেনাবাহিনী

সম্প্রতি সুকনার সেনাছাউনি থেকে কয়েক হাজার সেনা ডোকলামে পাঠানো হয়েছে। সেনা সদস্যদের থাকার ব্যবস্থা করতে সীমান্তবর্তী গ্রাম খালি করে দেয়া হচ্ছে কী না অথবা সংঘর্ষ পরিস্থিতি সৃষ্টি হলে বেসামরিক নাগরিকদের হতাহত হওয়া থেকে রক্ষা করতে ওই আদেশ দেয়া হয়েছে তা স্পষ্ট নয়।

সেনা সূত্রে প্রকাশ, সেনাবাহিনী ওই এলাকায় ‘না যুদ্ধ, না শান্তি’ অবস্থায় রয়েছে। শত্রুপক্ষের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতিতে সেনাবাহিনীকে ওই অবস্থায় রাখা হয়।

এদিকে, ভারতীয় সেনারা পূর্বের অবস্থায় ফিরে গেলে চীনা সেনারা ১০০ মিটার পিছু হটতে রাজি আছে বলে গণমাধ্যমে খবর ছড়িয়েছে। ভারতীয় সেনারা চীনা সেনাদের ২৫০ মিটার দূরে সরে যাওয়ার কথা বলেছিল।

চীনা সংবাদপত্র গ্লোবাল টাইমসে অবশ্য চীনা সেনারা ‘এক পাও পিছু হঠবে না’ বলে বলা হয়েছে। গতকালই চায়না ডেইলিতে বলা হয়, দুই বৃহৎ শক্তির মধ্যে সংঘর্ষ হওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গেছে।

গতকাল বুধবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি অবশ্য বলেন, ‘১৯৬২ সালের যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে ভারতীয় সেনাবাহিনী চীন সীমান্তে যে কোনো পরিস্থিতির মোকাবিলায় সম্পূর্ণ তৈরি রয়েছে। শত্রুরা কোনও দুঃসাহস দেখালেই তারা কল্পনাতীত উপযুক্ত জবাব পাবে।’

এর আগে সংসদে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছিলেন, ‘ডোকলাম মালভূমি ভুটানের অবিচ্ছেদ্য অংশ। সেখানে চীন সেখানে বেআইনিভাবে অনুপ্রবেশ করে নিজের অধিকার দাবি করছে। ডোকলামের কাছে চীনা সেনারা যে সড়ক নির্মাণ করছে তা ভারত ও ভুটানের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক।’

সুষমা বলেন, ‘দ্বিপক্ষীয় চুক্তি অনুসারে সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে সীমান্তের খুব কাছে চীনা সেনারা কোনো সড়ক বা সামরিক পরিকাঠামো নির্মাণ করতে পারে না। তা ছাড়া ভুটানের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষার জন্য ভারত দায়বদ্ধ। সেজন্যই ডোকলামে চীনা সেনাদের অনুপ্রবেশে ভারত বাধা দেবে।’

এদিকে, ডোকলাম নিয়ে চীনের দাবি নাকচ করে দিয়েছে ভুটান। চীন ডোকলাম এলাকাকে নিজেদের বলে দাবি জানিয়েছিল। গত ২৯ জুন ভুটান বলেছিল চীন ভুটানের ভূ-ভাগে সড়ক তৈরি করছে যা সরাসরি সীমান্ত চুক্তি লঙ্ঘন। সম্প্রতি সেকথারই পুনরাবৃত্তি করেছে ভুটান।

বাংলাদেশ সময়: ৯:১৯:৪৩   ৫৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ