বিএনপি অন্ধগলি দিয়ে ক্ষমতায় যেতে চায় : ওবায়দুল কাদের

Home Page » জাতীয় » বিএনপি অন্ধগলি দিয়ে ক্ষমতায় যেতে চায় : ওবায়দুল কাদের
বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭



সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরবঙ্গ-নিউজঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে জনগণকে সাথে না পেয়ে অন্ধগলি দিয়ে ক্ষমতায় যেতে চায়।

আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনগঞ্জের টোল প্লাজায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে জয়ী হতে পারবে না জেনে চক্রান্তের পথ অবলম্বন করছে বিএনপি। তারা অন্ধ গলি দিয়ে ক্ষমতায় যেতে চায়। নির্বাচনে জিততে পারবে না জেনে তারা ভাবছে আদালত ও বিদেশিরা তাদের ক্ষমতায় নিয়ে যাবে।

তিনি বলেন, বিএনপির হারানো সিংহাসন ফিরে পাওয়ার রঙ্গিন স্বপ্নের ফাঁপানো বেলুন খুব শিগগিরই চুপসে যাবে। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

সংবিধানের ষোড়শ সংশোধনীর পর আওয়ামী লীগকে সরকার থেকে পদত্যাগ করা উচিৎ বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে কাদের বলেন, সংশোধণীতে অনেক কিছুই আছে। তারা না পড়েই এসব কথা বলে যাচ্ছেন। আমি সংশোধিত সাত শ’ ৮৯ পৃষ্ঠার পুরোটাই পড়ব। তারপর এবিষয়ে মন্তব্য করব।

আগামী নির্বাচনে দলের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি বড় দল। তাই বড় দলে কিছু সমস্যা থাকতেই পারে। আমাদের দলের ভেতরের ছোট খাটো অভ্যন্তরীন সমস্যাগুলো সমাধান করা হয়েছে।

তিনি বলেন, আগামী ঈদুল আজহার ছুটিতে কর্মজীবি ও ঘরমুখো মানুষ যেন যানজটের বিড়ম্বনায় না পড়েন তার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে।

মহাসড়কের পাশে কোরবানীর পশুর হাট বসানো এবং মেয়াদোত্তীর্ণ যানবাহন দ্বারা কোরবানীর পশু বহন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
পঁচনশীল দ্রব্য, ওষুধ ও গার্মেন্টের মালামাল ছাড়া ঈদের তিন দিন আগে থেকে পরদিন পর্যন্ত কোনো ট্রাক-কাভার্ডভ্যানসহ ভারী যানবাহন মহাসড়কে চলবেনা।

বাংলাদেশ সময়: ২২:২৫:১৩   ৫০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ