শান্তির জন্য সংগ্রাম অব্যাহত রাখতে আইএপিপি’র অঙ্গীকার

Home Page » জাতীয় » শান্তির জন্য সংগ্রাম অব্যাহত রাখতে আইএপিপি’র অঙ্গীকার
বুধবার, ৯ আগস্ট ২০১৭



---বঙ্গ-নিউজঃ শান্তির জন্য বিশ্বব্যাপী সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন সরকার ও বিরোধীদলীয় সদস্যরা। আজ বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পার্লামেন্ট ফর পিস (আইএপিপি), বাংলাদেশের সাধারণ সভায় এ অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সংগঠনের এশিয়া প্যাসিফিকের চেয়ারম্যান নেপালের সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য একনাথ ডাকালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান হুইপ আ স ম ফিরোজ। সভায় আইএপিপি বাংলাদেশের সমন্বয়ক ও বিরোধীদলীয় সদস্য কাজী ফিরোজ রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, সরকারদলীয় হুইপ শহীদুজ্জামান সরকার, বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী এবং বিভিন্ন দলের সংসদ সদস্যরা বক্তব্য দেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আ স ম ফিরোজ বলেন, “ভবিষ্যত প্রজন্মের সামগ্রিক উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সংসদ সদস্যদের কাজ করতে হবে। বিশেষ করে শান্তিপূর্ণ পৃথিবী বিনির্মাণে সংসদ সদস্যদের কাজ করার সুযোগ রয়েছে। ” এ সুযোগ কাজে লাগাতে বিভিন্ন দেশের সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ ভাবে আইএপিপি’র সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বক্তারা বলেন, সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবেলা করে বাংলাদেশ জাতীয় সংসদ সামনের দিকে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যে জনগণ এর সুফল পেতে শুরু করেছে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকার ও বিরোধী দলের সদস্যদের একত্রে কাজ করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮:১২:০১   ৪১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ