মাদকাসক্ত পিতা সন্তানকে বিক্রি করে দিয়েছেন

Home Page » আজকের সকল পত্রিকা » মাদকাসক্ত পিতা সন্তানকে বিক্রি করে দিয়েছেন
মঙ্গলবার, ৮ আগস্ট ২০১৭



মাদকাসক্ত পিতা সন্তানকে বিক্রি করে দিয়েছেন

বঙ্গ-নিউজঃ   মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে চার বছর বয়সী পুত্র সন্তানকে বিক্রি করে দিয়েছেন হারুনুর রশিদ নামের মাদকাসক্ত এক বাবা। তার বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ইছাপুরা গ্রামে। পরে শিশু জাহিদুল হোসেনের মা আয়েশা আক্তার শাহরাস্তি থানায় মামলা করলে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমানের প্রচেষ্টায় শিশুটিকে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার শিশুটির ক্রেতা হাসিনা বেগমকে সোমবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকেই শিশুটির বাবা পলাতক।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাহরাস্তি থানার পরিদর্শক (তদন্ত) নূর হোসেন জানান, গত রবিবার শিশুটির মা আয়েশা আক্তার মামলা দায়ের করেন। শিশুটির বাবা হারুনুর রশিদ ও ক্রেতা হাসিনা বেগমকে আসামি করা হয়েছে।’

আয়েশা আক্তার বলেন, ‘আমার স্বামী হারুন নেশাগ্রস্ত ও বেকার। নেশার টাকা জোগাড় করতে সে প্রায়ই ঘরের জিনিসপত্র বিক্রি করে দিতো। গত বৃহস্পতিবার ছোট ছেলেকে দোকান থেকে কিছু কিনে দেওয়ার নামে বাড়ি থেকে নিয়ে বিক্রি করে দেয়।’

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘ইছাপুরা গ্রামের হারুনুর রশিদ টাকার লোভে তার পুত্র সন্তান জাহিদুল হোসেনকে বিক্রি করে দেয়। পরে জেলা পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশে নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানা এলাকার রাজীবপুর গ্রামে অভিযান চালিয়ে স্থানীয় রাশেদের স্ত্রী হাসিনা বেগমের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয় এবং হাসিনা বেগমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

আটক হাসিনা বেগম বলেন, ‘আমি তিন কন্যা সন্তানের জননী। একটি ছেলে সন্তানের আকাঙ্ক্ষা দীর্ঘদিনের। আমাদের পূর্ব পরিচিত হারুন বৃহস্পতিবার (৩ আগস্ট) বাড়িতে এসে হাজির হন। তার ছোট ছেলেকে আমার কাছে দিতে চান। বিনিময়ে ১ লাখ টাকা দাবি করেন। পরে ৫০ হাজার টাকা নিয়ে সন্তানটিকে রেখে হারুন চলে যান।’

বাংলাদেশ সময়: ১৩:২১:২৩   ৬০৯ বার পঠিত   #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ