জুতা থেকে জেনারেটর উদ্ভাবিত

Home Page » এক্সক্লুসিভ » জুতা থেকে জেনারেটর উদ্ভাবিত
শুক্রবার, ৭ জুন ২০১৩



20130530181736_369.jpgআন্তরজাতিক ডেস্ক  বঙ্গ-নিউজ ডটকমঃ  জুতা থেকে বিদ্যুত সৃষ্টি হয়, এ কথা আপনি কি কখনো স্বপ্নেও ভেবেছেন?  সম্প্রতি মার্কিন শিক্ষার্থীরা পেডিপাওয়ার নামে জুতা উদ্ভাবন করেছে। হাটার সময় এ জুতা থেকে যে শক্তি সৃষ্টি হয়, সে শক্তি দিয়ে আপনি অনায়াসে একটি মোবাইল চার্জ দিতে পারেন। এছাড়া ভবিষ্যতে এই প্রযুক্তি ব্যবহার করে নতুন ধরণের জীবন রক্ষাকারী মেডিকেল ডিভাইস তৈরি করা যায় কিনা এ বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে ।মার্কিন যুক্তরাষ্ট্রের রাইস বিশ্ববিদ্যালয়ের চারজন ছাত্র ক্যামেরোন কোম্পানির সঙ্গে জুতাটির ডিজাইন করেছেন। ক্যামেরোন কোম্পানি এক্ষেত্রে বলছে, ছাত্রছাত্রীরা ভবিষ্যতে নতুন ধরণের দূষণমুক্ত জ্বালানি প্রযুক্তি আবিস্কার করতে সক্ষম হবে বলে তারা আশা করেন।

বর্তমানে জুতাটির নাম রাখা হয়েছে জুতা জেনারেটর। জানা গেছে হাঁটু থেকে শক্তি সংগ্রহের সরঞ্জাম উদ্ভাবিত হয়েছে। একই সাথে শরীরের অন্য অঙ্গ থেকেও যাতে শক্তি সংগ্রহ করা যায় তার ওপরও বিশেষ গবেষণা চলছে।

বর্তমানে পেডিপাওয়ার জুতা গড়ে ০.০০১ওয়াট বিদ্যুত্ উত্পাদন করতে পারে। যা সম্পূর্ণভাবে একটি বাটারি চার্জ দিতে পারে। জুতা সৃষ্ট শক্তি বিশেষ লাইনের মাধ্যমে বেল্টে বাঁধা বাটারির সাথে সংযোগ প্রদান করতে পারে। ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে এই শক্তি স্থিতিশীলভাবে বাটারিকে চার্জ দিতে পারে।

গবেষণা দল জানায়, ভবিষ্যতে জুতার সাইজ ছোট করবে এবং শক্তি প্রদান জোরদার করবে। এ প্রযুক্তির মাধ্যমে নতুন ধরণের কৃত্রিম হার্ট পাম্প তৈরি করা যায়। বর্তমানে কৃত্রিম হার্ট পাম্প করার ব্যটারি পরিবর্তন করতে হয়, যা একটি বিদ্যমান সমস্যা কিন্তু এই প্রযুক্তির ব্যবহারে এ সমস্যার সমাধান করা সম্ভব হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সুত্রঃ সি আর আই

বাংলাদেশ সময়: ১৬:৫৪:২৯   ৫০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ