বাংলাদেশে পাচারের পথে বিরাট অস্ত্রের চালান উদ্ধার!!!

Home Page » এক্সক্লুসিভ » বাংলাদেশে পাচারের পথে বিরাট অস্ত্রের চালান উদ্ধার!!!
রবিবার, ১০ মার্চ ২০১৩



ak-47.pngভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে পুলিশ ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী জানিয়েছে, বাংলাদেশে পাচার করার জন্য বিদেশ থেকে আনা এক বিরাট অস্ত্রের চালান তারা উদ্ধার করেছে।এই অস্ত্র পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আটকও করা হয়েছে।

মিজোরামের পুলিশ কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী আসাম রাইফেলসের কর্মকর্তারা জানান, এই সব অস্ত্রশস্ত্র বার্মা থেকে এনে বাংলাদেশে পাঠানো হচ্ছিল বলেই তারা ধারণা করছেন।

কলকাতায় বিবিসি বাংলার সংবাদদাতা অমিতাভ ভট্টশালী বলছেন মিজোরামের পুলিশ প্রধান অলোক কুমার ভার্মা এবং উপপ্রধান এ কে পট্টনায়ক তাকে জানিয়েছেন তাদের হিসাব অনুযায়ী গত দুদিন অর্থাৎ ৭ এবং ৮ই মার্চ মিজোরামের আইজল শহরের কাছ থেকেই তারা বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে।

পুলিশের তালিকা অনুযায়ী তারা ৪৬টি এ কে ৪৭ বন্দুক, তিনটি লাইট মেশিনগান, সেনাবাহিনীতে ব্রাউনি নামে পরিচিত দুটি রাইফেল , প্রচুর গোলাবারুদ এবং এ কে ৪৭ ও লাইট মেশিনগানের প্রচুর তাজা গুলি তারা উদ্ধার করেছে।

মিজোরাম পুলিশের উপপ্রধান জানিয়েছেন অস্ত্র চালানের সঙ্গে জড়িত তিনজনকে তারা গ্রেপ্তার করেছেন।

তিনি বলেছেন এরা বার্মার নাগরিক হলেও বর্তমানে ভারতেরই বাসিন্দা।

মিজোরামের পুলিশ বলছে এইসব অস্ত্রের মধ্যে কিছু সিঙ্গাপুরে তৈরি, যার মধ্যে রয়েছে একটি এলএমজি বা লাইট মেশিনগান।

আসাম রাইফেলস্‌ আর মিজোরাম পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইজল শহরের কাছে যে বিমানবন্দর রয়েছে তার কাছে দুটি স্থান থেকে পরপর দুদিন অর্থাৎ ৭ এবং ৮ই মার্চ তল্লাশি চালিয়ে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে বলে বিবিসি বাংলার সংবাদদাতাকে জানিয়েছে।

পুলিশ আরো জানিয়েছে এইসব অস্ত্রশস্ত্র বার্মা থেকে এনে মিজোরামের মধ্যে দিয়ে আপাতত ভারতের উত্তরাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে পাঠানো হচ্ছিল। সেখান থেকে এইসব অস্ত্রশস্ত্রের চূড়ান্ত গন্তব্য ছিল বাংলাদেশ বলে মিজোরাম পুলিশ ধৃত তিনজনকে জেরা করে প্রাথমিকভাবে জানতে পেরেছেন।

তবে বাংলাদেশের কোন্‌ ব্যক্তি বা কোন্ সংগঠনের কাছে এসব অস্ত্র পাঠানো হচ্ছিল, সে ব্যাপারে নিশ্চিত করে মিজোরাম পুলিশ এখনও পর্যন্ত কিছু জানাতে পারে নি।

পুলিশ বলছে ধৃতদের এখনও জেরা চলছে।

বাংলাদেশ সময়: ১০:৩৩:৩২   ৫৫২ বার পঠিত  




এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ