রোহিঙ্গা সমস্যা নিয়ে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা হবে

Home Page » জাতীয় » রোহিঙ্গা সমস্যা নিয়ে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা হবে
শুক্রবার, ৪ আগস্ট ২০১৭



ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ড. ইউসুফ বিন আহমদ আল-ওসাইমিনবঙ্গ-নিউজঃ বাংলাদেশ সফররত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ড. ইউসুফ বিন আহমদ আল-ওসাইমিন রোহিঙ্গাদের মৌলিক মানবাধিকার লংঘিত হচ্ছে উল্লেখ করে বলেছেন, ওআইসি এ বিষয়ে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করবে। যাতে করে রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যেতে পারে।

ওআইসি মহাসচিব রোহিঙ্গাদের সহযোগিতার জন্য বাংলাদেশকে ১ লাখ ডলার প্রদানের প্রতিশ্রুতি দেন। তিনি আজ শুক্রবার কক্সবাজার ও রাজধানী ঢাকায় পৃথকভাবে এসব কথা বলেছেন।

ওআইসি মহাসচিব শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওস্থ ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে আয়োজিত আলেম-ওলামাদের সাথে মতবিনিময় করেন।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। ধর্মসচিব মো. আব্দুল জলিল ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এতে বক্তৃতা করেন।

ওআইসি মহাসচিব পরে রাজধানীর আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনের নবনির্মিত ‘হালাল ডায়াগনস্টিক ল্যাবরেটরী’ উদ্বোধন করেন। বিভিন্ন ভোগ্যপণ্যের হালাল অবস্থান নিরূপণের জন্য হালাল সার্টিফিকেট প্রদানের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন এই হালাল ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেন।

মতবিনিময়ে ওআইসি মহাসচিব বলেন, রোহিঙ্গাদের মৌলিক মানবাধিকার লংঘিত হচ্ছে। তাঁরা বাঁচার জন্য সংগ্রাম করছে।

বাংলাদেশ সরকার আশ্রয় দিচ্ছে। তাদেরকে সাহায্য করছে। ওআইসি মহাসচিব রোহিঙ্গাদের সাহায্য করার জন্য বাংলাদেশকে ১ লাখ ডলার প্রদানের প্রতিশ্রুতি দেন।ওআইসি মহাসচিব বিশ্বব্যাপি হালাল পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে বলেন, বর্তমানে সারা বিশ্বে প্রায় ২.৩ ট্রিলিয়ন ডলারের হালাল ভোগ্যপণ্যের বাজার রয়েছে। ওআইসি হালাল পণ্যের বাজার তৈরিতে ভূমিকা রাখছে।

এর আগে ওআইসি মহাসচিব শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সকাল সাড়ে ১১টার দিকে বিমান যোগে কক্সবাজার এসে তিনি দুপুর সাড়ে ১২টায় উখিয়ায় কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে যান। এরপর তিনি অনিবন্ধিত ক্যাম্প পরিদর্শন করেন।

উখিয়া ক্যাম্প পরিদর্শনকালে রোহিঙ্গাদের কাছ থেকে মিয়ানমার সেনাবাহিনীর বর্বরতার বর্ণনা শুনে দুঃখ প্রকাশ করেন ওআইসি মহাসচিব। এই সময় মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন ওআইসি মহাসচিব। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য বাসস্থান, চিকিৎসা ও খাবার সামগ্রী ব্যবস্থা করায় বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি।

ওআইসিভুক্ত রাষ্ট্রসহ বিশ্বের সকল দেশকে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকারের উপর চাপ প্রয়োগ করার আহবান জানান ওআইসি মহাসচিব। যেসব দেশ রোহিঙ্গা সমস্যার কথা এখনো জানেনা তাদেরকে বাংলাদেশে এসে তাদের সঙ্গে কথা বলার আহবানও জানান তিনি।

কুতুপালং ক্যাম্পে পৌঁছে ওআইসি মহাসচিব আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠানে মিয়ানমারে নির্যাতনের শিকার ১৭ রোহিঙ্গার সঙ্গে কথা বলেন। এ সময় রোহিঙ্গারা তাদের উপর ভয়াবহ নির্যাতনের কথা জানান।

এরপর তিনি জেলা প্রশাসনসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা ও এনজিও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বাংলাদেশ সময়: ২৩:১৮:৫০   ৪৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ