ধর্ষক বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিল

Home Page » জাতীয় » ধর্ষক বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিল
শুক্রবার, ৪ আগস্ট ২০১৭



মা-মেয়েকে ন্যাড়া করে নির্যাতন
বঙ্গ-নিউজঃ ওদের ছেলেপেলে যে আসছে সে মারছে। আমাদের চার ঘণ্টা ধরে নির্যাতন করা হইছে। মারতে মারতে ওরা হাপায় যায়। ৫ মিনিট করে মারে ৫ মিনিট করে বসে। পরে আম্মুকে আলাদা রাখছে আমাকে আলাদাভাবে একটা রুমে নিয়ে যায়। ওখানে ১০-১২ জন ছেলে ছিল। আশা আর রুমকি ছিল। ছেলেদেরকে বলে তোরা কী করবি কর। আজকেই সুযোগ। ‘ নির্মম এ অত্যাচারের বিবরণ দিয়েছে বগুড়ায় নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী। তার অভিযোগ, ধর্ষিত হওয়ার ১০-১২দিন পরে অভিযুক্ত ব্যক্তির স্ত্রীসহ স্থানীয় নারী কাউন্সিলর তাদের ওপর এ নির্যাতন চালায়।
মেয়েটির অভিযোগ, এ রকম নির্যাতনের পর তার এবং তার মায়ের চুল কেটে মাথা ন্যাড়া করে দেওয়া হয়। বলা হয় ২৪ ঘণ্টার মধ্যে এলাকা ছাড়তে। তার প্রশ্ন ‘আমি এখন কিভাবে মুখ দেখাব?’

হাসপাতালে গিয়ে দেখা যায়, মেয়েটির হাতে-পায়ে আঘাতের কালসিটে দাগ পড়ে আছে। সে জানায়, শরীরের বিভিন্ন জায়গায় এসএস পাইপ দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে।

তবে আরো বড় অভিযোগ হচ্ছে, দুই সপ্তাহ আগে কলেজে ভর্তি করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয় এ বছর এসএসসি পাশ করা এই শিক্ষার্থীকে। যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সে বগুড়া জেলা শ্রমিক লীগের শীর্ষস্থানীয় একজন নেতা। কলেজে ভর্তির কাগজপত্র নেওয়ার জন্য গাড়ি পাঠিয়ে তাকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়।

গত ২৮ জুলাই অভিযুক্ত ব্যক্তির স্ত্রী ও স্বজনদের হাতে মা ও মেয়ে নির্যাতনের শিকার হলে ধর্ষণের ঘটনাটি প্রকাশ পায়। তবে তার আগে বিষয়টি সবার কাছে গোপন ছিল।

এ ঘটনায় নির্যাতনের শিকার মেয়েটির দাবি, তাকে হুমকি ও ভয় দেখানো হয়েছে তাই লোকলজ্জার ভয়ে আতঙ্কে বিষয়টি সে চেপে যায়। সে আরো বলে, ‘কী বলবো আমরাতো পারব না। আর পুলিশ প্রশাসন যে আমাদের এইভাবে দেখবে আমরাতো সেটাও জানি না। ‘

মেয়েটির কাছে জানতে চাই কী কারণে অভিযুক্ত ব্যক্তির স্ত্রী তাদের এ অবস্থা করল। নির্যাতনের সময় কী বলেছিল তারা? মেয়েটি জানায়, ‘ওর বউ ধর্ষণের ঘটনা জানার পর আমাদের বাসায় তালা দিছে। আমরা ঢাকায় ঘুরতে গেছিলাম। আমরা বাড়ি আসার পর পাড়ার লোকের সামনে আমাদের চুরির বদনাম দিয়ে মারছে। ও বলে আমিই সব করছি। ওর স্বামীর কোনো দোষ নাই। ‘

মেয়েটির সঙ্গে অভিযুক্ত ধর্ষণকারীর পূর্বে যোগাযোগ বিষয়ে জানতে চাইলে সে জানায়, রিকশা থামিয়ে ধর্ষণকারীর এক সহযোগী একদিন তার ফোন নম্বর চায়। ভুল নম্বর দিয়ে রেহাই পেলেও অভিযুক্ত ব্যক্তি তার প্রকৃত নাম্বার সংগ্রহ করে ফোন করে। আর তাকে কলেজে ভর্তি করিয়ে দেয়ার কথা বলে তাদের মধ্যে যোগাযোগ সৃষ্টি হয়। তার দাবি এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছে।

তরুণীটি জানায়, ‘অনেকদিন আগে থেকেই আমাকে বিয়ে করতে চাইছে। আমি বলছি না। আমি কেন বিয়ে করব। ওর একটা ছেলে আছে। বউ আছে। আমি কেন একজনের সংসার ভাঙব। আমাকে বলা হইছে কিন্তু আমি রাজী হইনি। ‘

মেয়েটি আরো জানায়, ‘কে জানাইছে জানি না। নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায়ও ফোনে আমাকে বেনামে অভিযুক্ত ধর্ষণকারীর সঙ্গে বিয়ের কথা বলা হয়েছে। জানাইছে। বলছে ও তোমাকে বিয়ে করতে চাইছে, পুলিশের চাপের জন্য না। তুমিতো জানো সে তোমাকে আগে থেকেই বিয়ে করতে চাইছে। এখন সে চাচ্ছে যে ওর জন্য যেন তোমার কোনো ক্ষতি না হয়। তুমি যেভাবে বলবা সেভাবেই হবে। ‘

এ প্রস্তাবের জবাবে কী বলেছে জানতে চাইলে তরুণী বলেন, ‘এ রকম কিছুই ভাবছি না। ‘

এ ব্যাপারে পুলিশ জানাচ্ছে, বগুড়ার ঘটনায় আটক একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা সবাই আটক ও রিমান্ডে থাকায় কারও বক্তব্য পাওয়া যায়নি। আসামি পক্ষের স্বজনরাও কেউ কথা বলছে না।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘অভিযুক্ত নারীর স্বামীর সাথে ঘটনাটি ঘটেছে জুলাইয়ের ১৭ তারিখে। স্বামীর সহযোগীর কারো মাধ্যমে সে বিষয়টি জানতে পারে তখন থেকেই এই মেয়ের ওপর তার আক্রোস বাড়তে থাকে এবং সে এ রকম ঘটনা ঘটানোর পরিকল্পনা করে তার বোন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সাথে পরামর্শক্রমে। ‘

এদিকে এ ঘটনা জানাজানির পর বগুড়াসহ সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পত্রপত্রিকায় খবরটি ব্যাপক প্রচার হয়। দু-একটি জায়গায় মেয়ে ও মায়ের চেহারাও প্রকাশ হয়ে গেছে। এ অবস্থায় মেয়েটির মা বলছেন, এখন সবাই পাশে আছে কিন্তু ভবিষ্যৎ নিয়ে তিনি দুঃশ্চিন্তাগ্রস্ত।

তিনি আরো বলেন, ‘যেভাবে ফিজিক্যালি ব্যবহার করেছে তাতেতো আমি সমাজে মুখ দেখাতে পারছি না। করুণ হাল হয়ে গেছে আমাদের। আমরা কি এখন কোথাও মানসম্মান পাবো?’
সূত্র: বিবিসি বাংলা

বাংলাদেশ সময়: ৯:২০:০৯   ৬৫১ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ